গাজীপুরে বিজয়ী কাউন্সিলরদের মধ্যে ৩৩ নতুন মুখ

প্রকাশ | ২৭ জুন ২০১৮, ০০:০০ | আপডেট: ২৭ জুন ২০১৮, ২৩:৫১

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশন নিবার্চনে ৫৭টি সাধারণ ওয়াডের্ বিজয়ী কাউন্সিলরদের মধ্যে ৩৩ জনই নতুন, বাকি ২৩ জনই আগেও কাউন্সিলর ছিলেন। ১৯টি সংরক্ষিত নারী ওয়াডের্ বিজয়ীদের মধ্যে নতুন মুখ ১০ জন। মঙ্গলবার অনুষ্ঠিত এই নিবার্চনে অনিয়মের কারণে নয়টি কেন্দ্রে ভোট স্থগিত হওয়ায় শুধু ৪৮ নম্বর সাধারণ ওয়াডের্র কাউন্সিলর নিবার্চন আটকে আছে। গাজীপুর সিটি নিবার্চনের সহকারী রিটানির্ং কমর্কতার্ আতাউর রহমান জানান, ৫৭টি ওয়াডের্ সাধারণ আসনে কাউন্সিলর প্রাথীর্ ছিলেন ২৫৪ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রাথীর্ ছিলেন ৮৪ জন। বুধবার দুপুরে জেলা শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে স্থাপিত রিটানির্ং কমর্কতার্র অস্থায়ী কাযার্লয় থেকে বিজয়ী কাউন্সিলরদের নাম ঘোষণা হয়। কাউন্সিলরদের পদে ১ নং ওয়াডের্ মো. ওসমান গণি লিটন (নতুন), ২ নং ওয়াডের্ মো. মোন্তাজ উদ্দিন আহমেদ (নতুন), ৩ নং ওয়াডের্ মো. সাইজ উদ্দিন মোল্লা, ৪ নং ওয়াডের্ মো. রফিকুল ইসলাম (নতুন), ৫ নং ওয়াডের্ দবির সরকার, ৬ নং ওয়াডের্ মো. আসাদুজ্জামান (নতুন), ৭ নং ওয়াডের্ মো. কাউসার আহম্মেদ (নতুন), ৮ নং ওয়াডের্ মো. সেলিম রহমান, ৯ নং ওয়াডের্ মো. শফিকুল আমিন, ১০ নং ওয়াডের্ মো. দেলোয়ার হোসেন দুলাল (নতুন), ১১ নং ওয়াডের্ মো. আবুল কালাম, ১২ নং ওয়াডের্ মো. আব্বাস উদ্দিন, ১৩ নং ওয়াডের্ খোরশেদ আলম সরকার, ১৪ নং ওয়াডের্ শোয়েব আল আসাদ (নতুন), ১৫ নং ওয়াডের্ মো. ফয়সাল আহমেদ সরকার, ১৬ নং ওয়াডের্ মো. মোছলেম উদ্দিন চৌধুরী, ১৭ নং ওয়াডের্ মো. রফিকুল ইসলাম, (নতুন), ১৮ নং ওয়াডের্ মো. আবাদুল কাদির (নতুন), ১৯ নম্বর ওয়াডের্ মো. তানভীর আহম্মেদ, ২০ নং ওয়াডের্ মো. শহিদুল ইসলাম, ২১ নং ওয়াডের্ মোহাম্মদ ফারুক আহম্মেদ, ২২ নং ওয়াডের্ মো. মোশারফ হোসেন (নতুন), ২৩ নং ওয়াডের্ মঞ্জুর হোসেন (নতুন), ২৪ নং ওয়াডের্ মো. রফিকুল ইসলাম (নতুন), ২৫ নং ওয়াডের্ মো. মজিবুর রহমান (নতুন), ২৬ নং ওয়াডের্ মো. হান্নান মিয়া হান্নু, ২৭ নং ওয়াডের্ মো. জবেদ আলী, ২৮ নং ওয়াডের্ হাসান আজমল ভঁূইয়া, ২৯ নং ওয়াডের্ মো. শাহজাহান (নতুন), ৩০ নং ওয়াডের্ মো. আনোয়ার হোসেন (নতুন), ৩১ নং ওয়াডের্ মো. মকবুল হোসেন (নতুন), ৩২ নং ওয়াডের্ মো. পাঞ্জর আলী (নতুন), ৩৩ নং ওয়াডের্ মো. মিজানুর রহমান, ৩৪ নং ওয়াডের্ মো. জাহাঙ্গীর আলম (নতুন), ৩৫ নং ওয়াডের্ আব্দুল্লাহ আল মামুন, ৩৬ নং ওয়াডের্ মো. আলমগীর হোসেন (নতুন), ৩৭ নং ওয়াডের্ মো. সাইফুল ইসলাম দুলাল (নতুন), ৩৮ নং ওয়াডের্ মো. মনিরুজ্জামান (নতুন), ৩৯ নং ওয়াডের্ মো. শাহীনুল ইসলাম মৃধা (নতুন), ৪০ নং ওয়াডের্ মো. আজিজুর রহমান, ৪১ নং ওয়াডের্ মো. মোমেন মিঞা (নতুন), ৪২ নং ওয়াডের্ মো. আব্দুস সালাম (নতুন), ৪৩ নং ওয়াডের্ মো. আসাদুর রহমান কিরণ, ৪৪ নং ওয়াডের্ মো. মজাহারুল ইসলাম (বিনা প্রতিদ্ব›িদ্বতায়), ৪৫ নং ওয়াডের্ শাহ আলম রিপন, ৪৬ নং ওয়াডের্ মো. নুরুল ইসলাম, ৪৭ নং ওয়াডের্ মো. সাদেক আলী (নতুন), ৪৯ নং ওয়াডের্ মো. ফারুক আহমেদ (নতুন), ৫০ নং ওয়াডের্ কাজী আবু বকর সিদ্দিক, ৫১ নং ওয়াডের্ মোহাম্মদ আমজাদ হোসেন (নতুন), মো. আব্দুল আলিম মোল্লা (নতুন), ৫৩ নং ওয়াডের্ মো. সোলেমান মিয়া (নতুন), ৫৪ নং ওয়াডের্ মো. নাসির উদ্দিন মোল্লা (নতুন), ৫৫ নং ওয়াডের্ মো. আবুল হাসেম (নতুন), ৫৬ নং ওয়াডের্ মো. আবুল হোসেন এবং ৫৭ নং ওয়াডের্ মো. গিয়াস উদ্দিন সরকার বেসরকারিভাবে নিবাির্চত হয়েছেন। সংরক্ষিত নারী ওয়াডের্ বিজয়ীরা হলেন ১ নং ওয়াডের্ নাজনীন আক্তার (নতুন), ২ নং ওয়াডের্ মাহমুদা আক্তার, ৩ নং ওয়াডের্ বিনু বারেক (নতুন), ৪ নং ওয়াডের্ তাসলিমা নাসরিন (নতুন), ৫ নং ওয়াডের্ লিপি আক্তার (নতুন), ৬ নং ওয়াডের্ রোকসানা আহমেদ (নতুন), ৭ নং ওয়াডের্ আয়েশা খাতুন (নতুন), ৮ নং ওয়াডের্ আফসানা আক্তার (নতুন), ৯ নং ওয়াডের্ খন্দকার নূরুন্নাহার (নতুন), ১০ নং ওয়াডের্ আয়েশা আক্তার, ১১ নং ওয়াডের্ রুহুন নেছা (নতুন), ১২ নং ওয়াডের্ পুষ্প আক্তার মায়া (নতুন) , ১৩ নং ওয়াডের্ শিরিন আক্তার, ১৪ নং ওয়াডের্ জোছনা বেগম, ১৫ নং ওয়াডের্ ফেরদৌসী জামান ফিরু (নতুন), ১৬ নং ওয়াডের্ হামিদা বেগম (নতুন), ১৭ নং ওয়াডের্ নাসরিন আক্তার, ১৮ নং ওয়াডের্ কেয়া শারমিন ও ১৯ নং ওয়াডের্ রাখী সরকার।