মোহাম্মদ নাসিমের মস্তিষ্কে অস্ত্রোপচার

প্রকাশ | ০৬ জুন ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
মোহাম্মদ নাসিম
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের স্ট্রোক করার পর তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে। তার ছেলে তানভীর শাকিল জয় শুক্রবার দুপুরে বলেন, 'আব্বুর অপারেশন সাকসেসফুলি হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন।' আগামী ৪৮ ঘণ্টা তার বাবাকে হাসপাতালের আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হবে জানিয়ে জয় বলেন, 'প্রধানমন্ত্রী ফোনে চিকিৎসক এবং আমার সঙ্গে কথা বলে খোঁজখবর নিয়েছেন।' জ্বর-কাশিসহ করোনাভাইরাসের লক্ষণ নিয়ে গত ১ জুন দুপুরে ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন নাসিম। সেখানে করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। রাতে ওই পরীক্ষার ফল 'পজিটিভ' আসে। পরের তিন দিন পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও শুক্রবার সকালে তার হঠাৎ 'ব্রেইন স্ট্রোক' করে বলে জানান জয়। আওয়ামী লীগের এক নেতা বলেন, 'কাল রাতে সিদ্ধান্ত হয়েছিল নাসিম ভাইকে সিএমএইচে নেওয়া হবে, কিন্তু সকালে অবস্থা ক্রিটিক্যাল হয়ে যাওয়ায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালেই তার অপারেশন হয়।' ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে নিহত জাতীয় চার নেতার একজন শহিদ এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের ১৯৯৬-২০০১ সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মন্ত্রিসভায় না থাকলেও পরের মেয়াদে তাকে স্বাস্থ্যমন্ত্রী করেন শেখ হাসিনা। নাসিমের সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা জাহিদ মালেক এই সরকারে পূর্ণ মন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয় সামলাচ্ছেন। সুস্থতা কামনা করেছে ১৪ দল এদিকে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের সুস্থতা কামনা করেছেন ১৪ দলের নেতারা। শুক্রবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের ১২ জন নেতা যৌথ বিবৃতিতে নাসিমের অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করে তার সুস্থতা কামনা করেন। ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে এই বিবৃতি পাঠানো হয়। বিবৃতিতে ১৪ দলের নেতারা সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের মস্তিষ্কে রক্তক্ষরণের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এক-এগারোর সেনা শাসনের সময় তার ওপর যে নির্যাতন চালানো হয়, সে সময়ও তার স্ট্রোক হয়েছিল। ভালো হয়ে উঠলেও সেই নির্যাতনের পরিণাম এখনো বহন করছেন তিনি। এবার করোনায় আক্রান্ত হয়ে ফের তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। সফল অপারেশনের প্রসঙ্গ টেনে নেতারা বিবৃতিতে বলেন, এটা আশার কথা, ইতিমধ্যে নিউরো সার্জনের নেতৃত্বে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করাও হয়েছে এবং এটা আশা করা যায় যে তিনি সুস্থ হয়ে উঠবেন। ১৪ দলের নেতারা তার দ্রম্নত রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বিবৃতিতে সই করা নেতারা হলেন- ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহিদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সম্পাদক ডা. শাহাদাত হোসেন, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, গণআজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে শিকদার, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ এবং গণতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি জাকির হোসেন।