ফের পস্নাজমা নিলেন জাফরুলস্নাহ চৌধুরী

প্রকাশ | ০৭ জুন ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি জাফরুলস্নাহ চৌধুরীকে আবারও পস্নাজমা দেওয়া হয়েছে। শনিবার গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল মামুন মুস্তাফির বরাত দিয়ে জনসংযোগ বিভাগের কর্মকর্তারা একথা জানিয়েছে। আক্রান্ত হওয়ার পর এ নিয়ে তৃতীয়বারের মতো পস্নাজমা থেরাপি নিলেন তিনি। জাফরুলস্নাহ চৌধুরীর শারীরিক অবস্থা শুক্রবারের চেয়ে অনেকটা ভালো বলে জানিয়েছে জনসংযোগ বিভাগ। দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগতে থাকা জাফরুলস্নাহর ডায়ালাইসিসও হয়েছে শুক্রবার। গত ২৫ মে ৭৯ বয়েসি জাফরুলস্নাহ চৌধুরীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তিনদিন ধানমন্ডির বাসায় আইসোলেশনে থাকার পর ধানমন্ডির নগর হাসপাতালে ভর্তি হন তিনি। করোনায় আক্রান্ত হওয়ার পরের দিনই প্রথম পস্নাজামা থেরাপি নেন ডা. জাফরুলস্নাহ। এরপর ২৮ মে দ্বিতীয় দফায় পস্নাজমা নেন তিনি। শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতির খবর দেওয়া হয় গণস্বাস্থ্য নগর হাসপাতালের ফেসবুক পেইজে এক পোস্টে। জাফরুলস্নাহ চৌধুরীর স্ত্রী শিরিন পারভিন হক ও ছেলে বারিশ হাসান চৌধুরীও করোনায় আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে রয়েছেন। তাদের অবস্থা ভালো বলে জানিয়েছেন চিকিৎসকরা।