শোক সংবাদ

প্রকাশ | ০৭ জুন ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
আজিজুল হক লাখাই উপজেলার ধর্মপুর গ্রামের মুক্তিযোদ্ধা মো. আজিজুল হক মাস্টার (৭০) শুক্রবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতেই ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বেলা ১১টায় জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পরিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, এসআই রফিুকুল ইসলামের নেতৃত্বে লাখাই থানা পুলিশ, স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি মো. জিয়াউদ্দিন মুুুুুুুুুুুুসা ভোলার বোরহানউদ্দিন পৌরসভার বাসিন্দা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম ডা. সৈয়দ আহমেদের পঞ্চম ছেলে ব্যবসায়ী মো. জিয়াউদ্দিন মুসা (৫৩) শনিবার দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ভোলা সদর হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ওইদিন বাদ আসর উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে তার লাশ কুতুবা ইউনিয়নের পেটমানিকা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এদিকে তার মৃতু্যতে গভীর শোক প্রকাশ করেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, পৌর শহর ব্যবসায়ী সমিতি, স্থানীয় রিপোর্টার্স ইউনিটিসহ বহু সংগঠনের নেতারা। বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি এটিএম গিয়াস উদ্দিন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ জাহাঙ্গীর কবিরের বাবা এটিএম গিয়াস উদ্দিন (৮৫) গত শুক্রবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সন্ধ্যায় জানাজার নামাজ শেষে তার লাশ উপজেলার মলংমুড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃতু্যতে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, চাটখিল প্রেসক্লাব সভাপতি মো. হাবিবুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন। চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা