শোক সংবাদ

প্রকাশ | ০২ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
নূরুল ইসলাম ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গৌরীপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য নূরুল ইসলাম (৮৩) বুুধবার সকাল সাড়ে ৭টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ছয় মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বিকাল ৩টায় নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নূরুল ইসলামের মৃতু্যতে মুক্তিযোদ্ধা আলহাজ নাজিম উদ্দিন আহম্মেদ এমপি, উপজেলা আ'লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিনসহ স্থানীয় নেতারা গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি দেলজান বিবি দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি সংবাদিক ইলিয়াস হোসেনের দাদি দেলজান বিবি (৮৫) বুধবার রাত ১টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্ন ালিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি তালা সদরের মৃত ইসমাইল শেখের স্ত্রী। বুধবার বিকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে এবং পরে বৃহস্পতিবার সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকাল সাড়ে ১০টায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তালা (সাতক্ষীরা) প্রতিনিধি নূরবাহাদুর তালুকদার পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ বিশিষ্ট রাজনীতিক, মানবাধিকারকর্মী, স্থানীয় ফ্রেসমাইন্ড ক্লাবের প্রতিষ্ঠাতা নূরবাহাদুর তালুকদার (৬৯) বুধবার রাত ১টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃতু্যতে কলাপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পটুয়াখালী (কলাপাড়া) প্রতিনিধি