করোনাকালে চাকরি হারানোর হতাশায় আত্মহত্যা!

প্রকাশ | ০৫ জুলাই ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
করোনাকালে চাকরি হারিয়ে অভাব-অনটনে পড়ে কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন রাজধানীর পলস্নবীর এক বাসিন্দা। অন্যদিকে চকবাজারে আসিয়া আক্তার শান্তা (২১) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃতু্য হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শনিবার দুপুরে মর্গে পাঠিয়েছে পুলিশ। পলস্নবী থানার উপ-পরিদশর্ক (এসআই) নুরে আলম জানান, স্ত্রী ও দুই সন্তানসহ মিরপুর ১১ নম্বর সেকশনের 'এ' বস্নকের ৫ নম্বর রোডের ৫ নম্বর বাসায় ভাড়া থাকতেন আনোয়ার হোসেন মান্নান (৪৫)। তিনি মিরপুর ১০ নম্বর সেকশনের একটি গার্মেন্টে চাকরি করতেন। করোনার কারণে গত ১০/১৫ দিন আগে তার চাকরি চলে যায়। অভাব-অনটন ও মানসিক চাপে থাকা আনোয়ার গত ১ জুলাই নিজ বাসায় কীটনাশক পান করেন। গুরুতর অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে স্বজনরা সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করেন। \হসেখানে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তার মৃতু্য হয়। অন্যদিকে চকবাজারের খাজে দেওয়ান ১ম লেনের ২৮ নম্বর বাসায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন আসিয়া আক্তার শান্তা। চকবাজার থানার উপ-পরিদশর্ক (এসআই) মাসুদুর রহমান জানান, শুক্রবার দিবাগত রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন আসিয়া। ভোর রাতে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্ত্রীকে দেখতে পান তার স্বামী। খবর পেয়ে সকাল ৯টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এসআই মাসুদ বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি আসিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আমরা বিস্তারিত তদন্ত করে দেখছি। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃতু্যর কারণ নিশ্চিত হওয়া যাবে।