শোক সংবাদ

প্রকাশ | ০৫ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
লুৎফর রহমান চৌধুরী যাযাদি রিপোর্ট বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির পরিচালক ও সন্দেশ প্রকাশনীর স্বত্বাধিকারী লুৎফর রহমান চৌধুরী আর নেই (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রাজধানীর মগবাজারের নিজ বাসভবনে শনিবার সকাল ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সিনিয়র সহ-সভাপতি খান মাহবুব মৃতু্যর নিশ্চিত করেছেন। তিনি বলেন, বড় মগবাজার এলাকার বাসায় একা বসবাস করতেন লুৎফর রহমান চৌধুরী। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। পেশাগত কারণে লুৎফর রহমানের স্ত্রী মালয়েশিয়ায় অবস্থান করছেন। এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছেন। শাহবাগ আজিজ সুপার মার্কেট বইপাড়া হিসেবে গড়ে ওঠার পেছনে যে কজন প্রকাশক অবদান রেখেছেন, লুৎফর রহমান চৌধুরী তাদের একজন। তার মালিকানাধীন সন্দেশ প্রকাশনী থেকে দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ বই প্রকাশিত হয়েছে। 'সন্দেশ' নামে একটি পত্রিকাও প্রকাশ করেছিলেন তিনি। আলহাজ খালেক সরদার মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ করদাতা টঙ্গিবাড়ী উপজেলার বেশনাল দিঘীরপাড় বাজারের সমাজ সেবক ও শিল্পপতি আলহাজ মজিবুর রহমান সরদারের বাবা সমাজ সেবক আলহাজ আ. খালেক সরদার (৯০) উপজেলার কামারখাড়া গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শুক্রবার রাত ৯টায় ইন্তেকাল করেন (ইন্নালিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃতু্যতে টঙ্গিবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ'লীগ সভাপতি আলহাজ জগলুল হালদার ভুতু, কামারখাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ মহিউদ্দিন প্রমুখ শোক প্রকাশ করেন। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি দোয়া মাহফিল যুদ্ধহত বীর মুক্তিযোদ্ধা মৃত মো. শুক্কুর মাতব্বর গত ২৬ জুন শুক্রবার শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার সয়গাও ইউনিয়নে রাত ১টায় ইন্তেকাল করেন। (ইন্নালিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মৃতু্যকালে তিনি ৪ ছেলে, ২ মেয়ে, ১ স্ত্রী ও নাতি-নাতনীসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। তার আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় শুক্রবার দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি