করোনায় মারা গেলেন বগুড়ার কৃষি অধিদপ্তরের কর্মকর্তা

প্রকাশ | ০৬ জুলাই ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এবার মারা গেলেন বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কাশেম আযাদ (৫৮)। রোববার বেলা সোয়া ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত আবুল কাশেম আযাদের বাড়ি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার তালোম ইউনিয়নের উপোর সিলোট গ্রামে। তার মৃতু্যর খবর নিশ্চিত করেছেন ময়মনসিংহের সিভিল সার্জন এ বি এম মসিউল আলম ও বগুড়া সদর উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক। এনামুল হক বলেন, 'কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কাশেম আযাদের স্ত্রী ময়মনসিংহের একটি বেসরকারি কলেজের শিক্ষক। স্ত্রী-সন্তানসহ তার পরিবার বসবাস করতেন ময়মনসিংহে। কয়েক মাস আগে আবুল কাশেম আযাদ বগুড়ায় যোগদান করেন। তার পরিবার থাকতেন ময়মনসিংহে। বগুড়ায় কর্মরত অবস্থায় কোভিডের উপসর্গ দেখা দিলে ২২ জুন বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজে নমুনা দেন তিনি। মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষায় ২৩ জুন তিনি কোভিড পজিটিভ শনাক্ত হন।' এনামুল হক আরও জানান, পরিবার ময়মনসিংহে থাকায় ওই দিন সন্ধ্যায় একটি অ্যাম্বুলেন্সে তাকে ময়মনসিংহে পাঠানো হয়। প্রথমে সেখানকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। রক্তে অক্সিজেনের মাত্রা অস্বাভাবিক কমতে থাকায় এক দিন পর তাকে নেওয়া হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।