মাদকের আখড়া একশ ঝুপড়ি ঘর উচ্ছেদ

প্রকাশ | ০৭ জুলাই ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
মাদকের আখড়া অভিযোগে রাজধানীর তেজগাঁও রেললাইনসংলগ্ন প্রায় একশ ঝুপড়িঘর উচ্ছেদ করেছে পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে এ উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয় বলে নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ। তিনি বলেন, এফডিসিসংলগ্ন রেললাইনের পাশে থেকে তেজগাঁও ট্রাক স্ট্যান্ড পর্যন্ত যত ঝুপড়িঘর ছিল, সেগুলো উচ্ছেদ করা হয়েছে। ঘরের সংখ্যা আনুমানিক ১০০টি। 'এসব ঝুপড়িঘর থেকে মাদক বিক্রি করা হচ্ছিল। এ ছাড়া এগুলোতে মাদক সেবনের আড্ডাও বসত। কিছুদিন আগেই আমরা এখান থেকে বেশ কয়েকজনকে মাদকসহ গ্রেপ্তার করি। এসব ঘরে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করে আসছিল মানুষজন। সার্বিক পরিপ্রেক্ষিতে সোমবার অভিযান চালিয়ে ঘরগুলো ভেঙে দেওয়া হয়।'