ভাড়া বাড়ানোর প্রতিবাদে বঙ্গবাজারে দোকানিদের সড়ক অবরোধ

প্রকাশ | ০৮ জুলাই ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
রাজধানীর ফুলবাড়িয়ায় এনেক্সকো টাওয়ারে করোনাভাইরাসের কারণে তিন মাসের দোকান ভাড়া মওকুবের দাবিতে মঙ্গলবার দোকানের মালিক-কর্মচারীরা সড়ক অবরোধ করেন -যাযাদি
দোকানভাড়া বাড়ানোর প্রতিবাদে রাজধানীর বঙ্গবাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভাড়াটে দোকানি ও কর্মচারীরা। একপর্যায়ে যান চলাচলে বাধাগ্রস্ত হলে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেন তারা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে বঙ্গবাজারের সামনের সড়কটি অবরোধ করে ২০ মিনিট অবস্থান করার পর পুলিশের অনুরোধে সড়ক ছেড়ে দেন তারা। শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, বঙ্গবাজারের দোকান মালিকরা মাসিক ভাড়া বাড়ানোয় প্রতিবাদে ভাড়াটে দোকানিরা সড়ক অবরোধ করেছিলেন। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে আলোচনা করে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করা হয়। পরে তারা সড়ক ছেড়ে দেন। বিকালে ভাড়াটে দোকানিরা বঙ্গবাজারের মালিক সমিতির সঙ্গে এ বিষয় নিয়ে বৈঠক করবেন বলেও জানান ওসি আবুল হাসান।