ছফির উদ্দিন
ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ড. মো. আবু হানিফার বাবা মাওলানা ছফির উদ্দিন মঙ্গলবার দুপুর ২টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃতু্যকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। মাওলানা ছফির উদ্দিন কিরাটন ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৭ সালে বিভাগীয় অধ্যক্ষ ক্যাটাগরিতে প্রধানমন্ত্রী গোল্ড মেডেল পান। তিনি স্ত্রী ও ৯ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা বুধবার সকাল ৯টায় তার নিজ বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার রতনপুর গ্রামে অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার মৃতু্যতে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উলস্নাহ, ট্রেজারার, এস.এম. এহসান কবীর প্রমুখ শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd