শেষ এক মাসে দ্বিগুণ মৃতু্য চট্টগ্রামে

প্রকাশ | ০৯ জুলাই ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
এক মাসে সর্বোচ্চ সংক্রমণের পর দ্বিগুণ মৃতু্যর রেকর্ড গড়ল চট্টগ্রাম। সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন। এ নিয়ে চট্টগ্রামে সরকারি হিসাবে মৃতু্যর সংখ্যা ২০০ ছাড়ালেও, উপসর্গসহ মৃতু্য হিসাব করলে এ সংখ্যা কয়েকগুণ বেশি। গত ২৬ মার্চ থেকে চট্টগ্রামে করোনার নমুনা পরীক্ষা শুরুর পর প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৩ এপ্রিল। ৯ এপ্রিল এক বৃদ্ধ করোনার উপসর্গ নিয়ে মারা যান। পরে ১১ এপ্রিল নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ পাওয়া যায়। এক মাস পর ৫ মে মৃত রোগীর সংখ্যা ছিল ৮ জন। আর পরবর্তীতে ৮ জুন করোনায় মৃতু্যর সংখ্যা ছিল ১০০। সংক্রমণ শুরুর প্রথম দুই মাসে মৃতের সংখ্যা ছিল একশ'র কাছাকাছি। তবে শুধু গত একমাসেই চট্টগ্রামে মৃতু্য হয়েছে ১০৪ জনের, যা আগের মাসের দ্বিগুণ। গত ১৫ দিনে চট্টগ্রামে মৃতু্য হয়েছে ৫৫ জন করোনা রোগীর। চট্টগ্রামে করোনায় মৃতু্যর ক্ষেত্রে জুন মাস ছিল ভয়ংকর। এ মাসে করোনায় আক্রান্ত হয়ে মৃতু্যর মিছিল থেকে চিকিৎসক, প্রকৌশলী, শিল্পপতি, আলেম, কাস্টম কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষার্থী কারও নাম বাদ যায়নি। তবে করোনায় মৃতু্যর চেয়ে উপসর্গ নিয়ে মৃতু্য বেশি হচ্ছে চট্টগ্রামে। নগরের বিভিন্ন হাসপাতাল, মৃত ব্যক্তিদের সৎকারকারী প্রতিষ্ঠান ও মাঠপর্যায় থেকে পাওয়া তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত এক মাসে প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কিংবা উপসর্গ নিয়ে ১৫ থেকে ২০ জন মানুষের মৃতু্য হচ্ছে চট্টগ্রামে। পরিস্থিতি অবনতি ঘটায় এখন আর মৃত ব্যক্তিদের করোনাভাইরাসের নমুনা পরীক্ষা হচ্ছে না। তাই করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের সঠিক হিসাবও পাওয়া যাচ্ছে না। চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের হিসাব অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন। এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২০৪ জন। কিন্তু করোনা পরিস্থিতি শুরুর পর থেকে চট্টগ্রামে যে কয়টি প্রতিষ্ঠান করোনা আক্রান্ত ও উপসর্গে মৃতদের দাফন-সৎকার করেছে তাদের সে হিসাব আরও অনেক বেশি। তবে চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী বলেন, 'আগের চেয়ে চট্টগ্রামে ল্যাব বেড়েছে। নমুনা পরীক্ষাও বেড়েছে। তাই আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে হার কমে এসেছে। চট্টগ্রামে আক্রান্তের হার গত এক সপ্তাহ ধরে ২১ শতাংশ। এর আগে তা ছিল ২৭ শতাংশ।' গত ২৬ মার্চ থেকে চট্টগ্রামে ধারাবাহিকভাবে ল্যাবগুলোতে নমুনা পরীক্ষা শুরু হয়েছে। চট্টগ্রামে ৩ এপ্রিল প্রথম একজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এক মাস পর ৫ মে করোনা রোগী ছিল মোট ১২৯ জন। ৫ জুন মোট আক্রান্ত ছিল তিন হাজার ৬৬৬ জন। এরপর ৭ জুলাই পর্যন্ত গত একমাসে আক্রান্ত সাড়ে ছয় হাজার বেড়ে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৭৭২ জনে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে ২৯৫ জনের, এদের মধ্যে ২১৬ জন নগরের ও ৭৯ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে বর্তমানে ছয়টি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা চলছে। এগুলো হচ্ছে- বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি শেভরন ও ইম্পেরিয়াল হাসপাতাল। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবেও চট্টগ্রামের কিছু নমুনা পরীক্ষা হচ্ছে। সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে এখন পর্যন্ত ১ হাজার ২৪৯ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন এবং ৪ হাজার ৪৫৩ জন হোম আইসোলেশনে আছেন।