স্বাধীন বাংলা বেতারের শিল্পী মৃণাল ভট্টাচার্য আর নেই

প্রকাশ | ০৯ জুলাই ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক মৃণাল ভট্টাচার্য মারা গেছেন। ৭৪ বছর বছর বয়সি এই মুক্তিযোদ্ধা বুধবার ভোররাতে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের মারা যান বলে তার ছেলে সঞ্জীব ভট্টাচার্য জানান। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। সঞ্জীব বলেন, তার বাবা ডায়াবেটিসসহ নানা জটিলতা নিয়ে ১৮ জুন ওই হাসপাতালে ভর্তি হন। বুধবার ভোররাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়। চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার মহাদেপুর এলাকার সন্তান মৃণাল ভট্টাচার্য একাত্তরের মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কণ্ঠসৈনিক হিসেবে অংশ নেন। তিনি নজরুল শিল্পী সংস্থা, চট্টগ্রামের সভাপতি এবং আর্য্য সংগীত বিদ্যাপীঠের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মৃণাল ভট্টাচার্য চিকিৎসাধীন থাকা অবস্থায় তার করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হলেও ফল নেগেটিভ আসে বলে তার পরিবার জানিয়েছে। চট্টগ্রাম মহানগরীর জেএম সেন হলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এ কণ্ঠসৈনিককে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। দুপুরের পর সীতাকুন্ডের মহাদেবপুর এলাকায় তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।