শোক সংবাদ

প্রকাশ | ১০ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
রফিকুল ইসলাম কুমিলস্নার চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির একাংশের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ রফিকুল ইসলাম (৬৩) বুধবার রাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ গুণগ্রাহী রেখে গেছেন। নামাজে জানাজায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক চেয়ারম্যান আলমগীর কবির মজুমদার, চৌদ্দগ্রাম পৌরমেয়র মিজানুর রহমান প্রমুখ। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের মৃতু্যতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি আক্তারুন্নেছা গাজীপরের কাপাসিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, দৈনিক ইনকিলাবের কাপাসিয়া সংবাদদাতা ও তারাগঞ্জ এইচ এন স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক শামসুল হুদা লিটনের মা আক্তারুন্নেছা (৯০) বুধবার দুপুর সোয়া ২টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি চার ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নাশেরা গ্রামে রাত নয়টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার মৃতু্যতে কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমানত হোসেন খান, প্রেসক্লাব সভাপতি মুহম্মদ শহীদুলস্নাহ প্রমুখ শোক প্রকাশ করেছেন। কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি