শোক সংবাদ

প্রকাশ | ১১ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
মো. রোকন মিয়া নেত্রকোনা জেলা শহরের কাটলী গ্রামের টাইলস মিস্ত্রি মো. রোকন মিয়া (৩৫) শুক্রবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা কাটলী জামে মসজিদে জানাজা শেষে পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। তার মৃতু্যতে ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. রফিকুল ইসলাম শোক প্রকাশ করেছেন। স্টাফ রিপোর্টার, নেত্রকোনা নিজাম উদ্দিন প্রধান গাইবান্ধার গোবিন্দগঞ্জের প্রবীণ সাংবাদিক গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন প্রধান (৬০) শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে গোবিন্দগঞ্জের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন যাবৎ তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ২০০৬ সাল পর্যন্ত তিনি চ্যানেল আই-এর গাইবান্ধা প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। তার মৃতু্যতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি আনারুল হক নাটোরের বনপাড়া পৌর মেয়র ও আওয়ামী লীগ সভাপতি কেএম জাকির হোসেনের চাচা আনারুল হক (৭৫) খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার ভোররাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে, তিন মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাজায় অংশগ্রহণ করেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সম্পাদক মিজানুর রহমানসহ এলাকার দুই সহস্রাধিক মানুষ। বিকেলে ৩টায় মহিষভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি