শোক সংবাদ

রাবির ইমেরিটাস অধ্যাপক এ বি এম হোসেন আর নেই

প্রকাশ | ১২ জুলাই ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
ড. এ বি এম হোসেন
ইমেরিটাস অধ্যাপক ড. ফখরুল ইসলামের মৃতু্যর শোক কাটতে না কাটতেই আরেক অধ্যাপককে হারালো রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। ফখরুল ইসলামের মৃতু্যর ১০ দিন পরই এবার না ফেরার দেশে চলে গেলেন বিশ্ববিদ্যালয়টির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. এ বি এম হোসেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৬ বছর। শনিবার সকালে রাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ বিষয়টি নিশ্চিত করেন। শুক্রবার দিনগত রাতে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ড. এ বি এম হোসেন মারা যান। বাদ আসর রাজধানীর কলাবাগান ডলফিন লেন জামে মসজিদে নামাজের জানাজা শেষে তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। অধ্যাপক ড. এ বি এম হোসেন ১৯৩৪ সালে কুমিলস্না জেলার দেবীদ্বার উপজেলার ধামতী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম আবুল বাশার মোশারফ হোসেন। ১৯৬০ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। পরবর্তীতে তিনি বিভাগীয় প্রধান, চেয়ারম্যান, কলা অনুষদের ডিন ও প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।