পাঁচ দফা দাবি মাংস ব্যবসায়ী সমিতির

প্রকাশ | ১২ জুলাই ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
কোরবানির ঈদকে সামনে রেখে পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি। শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টস অ্যাসোসিয়েশন কার্যালয়ে মাংস ব্যবসায়ীদের পক্ষ থেকে পাঁচ দফা দাবি পেশ করেন সংগঠনটির মহাসচিব রবিউল আলম। রবিউল আলম জানান, ?৪৫ বছরের ইতিহাসে রমজানে মাংসের মূল্য নির্ধারণ হয়নি। এর কারণ, মেয়রদের অসহযোগিতা ও গরুর হাটের ইজারাদারের অতিরিক্ত খাজনা আদায়ের প্রবণতা। সরকারের ভুল সিদ্ধান্তের কারণে চামড়া খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, লাগামাহীন হচ্ছে মাংসের বাজার। সংবাদ সম্মেলনে সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে ভারত, মিয়ানমারের গরু-মহিষের মাংস বাংলাদেশে প্রবেশ বন্ধ করা, চামড়া শিল্প উন্নয়ন ও রপ্তানির ছাড়পত্রের জন্য সিইটিপি পরিপূর্ণ করা, কোরবানির কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ করা, মাংসশ্রমিকদের প্রশিক্ষণ এবং সরকার নির্ধারিত গরুর হাটের খাজনা আদায় বাস্তবায়ন করা।