শোক সংবাদ

প্রকাশ | ১৩ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
গোলাম মোস্তফা সাপাহারে মুক্তিযোদ্ধা আলহাজ গোলাম মোস্তফা (৭০) শনিবার সকাল ১০টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, ৫ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার সকাল ১০টায় বৈকণ্ঠপুর তিলনী দাখিল মাদ্রাসা মাঠে, নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন, পরে পারিবারিক করস্থানে তার লাশ দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সোহরাব হোসেন ওসি তদন্ত আল মাহমুদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ ওমর আলী, অন্যান্য মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক নেতা। সাপাহার (নওগাঁ) প্রতিনিধি কে এম খালেকুজ্জামান পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান কে এম খালেকুজ্জামান ওরফে জামান খলিফা (৬৫) শনিবার দুপুর আড়াইটায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার প্রথম জানাজা রোববার সকাল ১০টায় এতিমখানা জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। বিকাল ৩টায় ধুলাসার ইউনিয়নে তার দ্বিতীয় জানাজা শেষে তার গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে। তার মৃতু্যতে শোক প্রকাশ করেন কলাপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা