ঈদের ছুটি তিন দিন, কর্মস্থল ত্যাগে মানা

প্রকাশ | ১৪ জুলাই ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
করোনাভাইরাস মহামারির মধ্যে এবারের কোরবানির ঈদে ছুটি বাড়ানো হবে না বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন। শুধু বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ক্যামেরা নিয়ে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত জানানোর সময় তিনি এই তথ্য জানান। গণমাধ্যমকর্মীদের বিটিভির ভিডিও ফুটেজ সরবরাহ করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, 'ঈদের সময় যে তিন দিন ছুটি আছে এই ছুটি আর বর্ধিত হবে না। যে যেখানে থাকবেন, যার যেখানে কর্মস্থল তিনি তার হেডকোয়ার্টার ত্যাগ করতে পারবেন না।' প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার প্রথমবারের মতো ভার্চুয়ালি মন্ত্রিসভার বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং মুখ্য সচিব আহমেদ কায়কাউস গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রিসভা বৈঠকে যুক্ত হন। আর সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষ থেকে সাতজন মন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব এবং আরও সাতজন সচিব এই বৈঠকে যুক্ত ছিলেন। জিলহজ মাসের চাঁদ দেখা অনুযায়ী এবার আগামী ৩১ জুলাই বা ১ আগস্ট কোরবানির ঈদ হবে। ১ আগস্ট ঈদ হবে ধরে নিয়ে ৩১ জুলাই, ১ ও ২ আগস্ট ঈদের ছুটি নির্ধারণ করা আছে। ঈদ ৩১ জুলাই হলে ৩০ জুলাইও সরকারি ছুটি থাকবে, সেক্ষেত্রে ঈদের ছুটি হবে চার দিন।