মৃতু্যবার্ষিকী

প্রকাশ | ২৯ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
মো. সুলমান মিয়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের সদস্য, উপজেলার চুন্টা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সুলমান মিয়া (৭০) সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকাস্থ জাতীয় হৃদরোগ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল ১০টায় চুন্টা ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার মৃতু্যতে উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট মো. নাজমুল হোসেন শোক প্রকাশ করেছেন। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি নুরুল ইসলাম রাঙামাটির লংগদুতে মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম বেপারি (৮০) রোববার রাত ১০টার সময় উপজেলার গুলশাখালী ইউনিয়নের রাজনগর এলাকায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে, সাত মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ জোহর জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় রাজনগর কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এ সময় লংগদু উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন, লংগদু থানা অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোহাম্মদ নুর, গুলশাখালী ইউপি চেয়ারম্যান আবু নাছির, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো. খোরশেদ আলম উপস্থিত ছিলেন। লংগদু (রাঙামাটি) সংবাদদাতা জুলমত আলী কুষ্টিয়ার কুমারখালী উপজেলাধীন বাগুলাট ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা আলহাজ জুলমত আলী মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃতু্যতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ, কুমারখালী উপজেলা শাখা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা গোলাম আহম্মদ নেত্রকোনার মদন উপজেলা বিএনপির সাবেক সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম আহম্মদ (৮০) সোমবার দুপুরে চাঁনগাঁও গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল ১০টায় নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার মৃতু্যতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সহধর্মিণী তাহমিনাজ্জামান শ্রাবনী, জেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু শোক প্রকাশ করেছেন। স্টাফ রিপোর্টার, নেত্রকোনা