করোনা নেগেটিভ হওয়ার ৬ দিনের মাথায় সাবেক সাংসদের মৃত্যু

প্রকাশ | ৩০ জুলাই ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
শেখ মো. নূরুল হক
শারীরিক নানা অসুস্থতার মধ্যেও ৮০ বছর বয়সে করোনা থেকে সুস্থ হয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। করোনা নেগেটিভ ফল আসার ছয় দিনের মাথায় মারা গেলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও খুলনা-৬ আসনের (পাইকগাছা-কয়রা) সাবেক সাংসদ শেখ মো. নূরুল হক। বুধবার বেলা সোয়া ২টার দিকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্‌?যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেখ মো. নূরুল হক মারা যান (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ১৯৯৬ সালে ও ২০১৪ সালে দুবার খুলনা-৬ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সাংসদ নির্বাচিত হন। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। নূরুল হকের বড় ছেলে শেখ মনিরুল হক জানান, বৃহস্পতিবার ঢাকা থেকে তার বাবার মরদেহ গ্রামের বাড়ি পাইকগাছায় নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। শেখ মনিরুল হক বলেন, তার বাবা পাইকগাছা থাকাকালে ৯ জুলাই কোভিডে আক্রান্ত হন। এরপর তাকে খুলনা করোনা হাসপাতালে এবং পরে ঢাকায় নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে।