অজ্ঞান পার্টির টার্গেট পশুর হাট

প্রকাশ | ৩১ জুলাই ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
ঈদুল আজহায় রাজধানীর পশুর হাট কেন্দ্রীক বেশি তৎপর অজ্ঞান পার্টি। এ ছাড়াও ঈদকে সামনে রেখে বাস, লঞ্চ, ট্রেন স্টেশনসহ জনসামগম স্থানে তারা তৎপরতা বাড়িয়েছে। বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ৫৫ ও বৃহস্পতিবার ভোরে আরও চার সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন বলেন, অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে চা, ডাব, পানীয় বা অন্য কোনো খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে টার্গেটকৃত ব্যক্তিকে খাইয়ে সর্বস্ব লুটে নেয়। এ ছাড়া তারা গোলমরিচের গুঁড়া বা মলম চোখে মাখিয়ে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। তিনি আরও বলেন, জনসমাগম স্থানে তারা তৎপর থাকলেও কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে তাদের তৎপরতা বেশি রয়েছে। ডিবি জানায়, ধারাবাহিক অভিযানে গ্রেপ্তার ৫৯ জনের মধ্যে গোয়েন্দা ওয়ারি বিভাগ ১৬, সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ ১০, গোয়েন্দা মতিঝিল বিভাগ ৯, গোয়েন্দা রমনা বিভাগ আট, গোয়েন্দা লালবাগ বিভাগ আট এবং গোয়েন্দা তেজগাঁও বিভাগ আটজনকে গ্রেপ্তার করেছে।