বাংলাদেশ থেকে জাপানে প্রবেশে কড়াকড়ি

প্রকাশ | ০৫ আগস্ট ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় বাংলাদেশসহ চারটি দেশ থেকে পুনঃপ্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে জাপান। শুক্রবার থেকে দেশগুলো থেকে জাপানে পুনঃপ্রবেশকারীদের করোনাভাইরাসমুক্ত সনদ ও পূর্বানুমতি থাকা বাধ্যতামূলক করা হয়েছে বলে জাপান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, ফিলিপাইন ও পেরুর নাগরিকদের জাপানে প্রবেশের ক্ষেত্রে এ কড়া প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। স্থায়ী বাসিন্দা এবং দীর্ঘমেয়াদি ভিসাধারী ব্যক্তি, স্থায়ী বাসিন্দার স্বামী-স্ত্রী বা সন্তান অথবা একই মর্যাদার জাপানি নাগরিকরা এ কড়াকড়ির আওতায় পড়বেন। সে ক্ষেত্রে জাপানে প্রবেশের অনূর্ধ্ব ৭২ ঘণ্টার মধ্যে সম্পন্ন করোনাভাইরাসে পরীক্ষার ফল 'নেগেটিভ' এলে এবং পূর্বানুমতি থাকলেই শুধু এই চার দেশ থেকে জাপানে পুনঃপ্রবেশ করা যাবে। জাপানের দূতাবাস ও কনসু্যলার কার্যালয় থেকে অনুমতিপত্র সংগ্রহ করা যাবে। সম্প্রতি বিমানবন্দরে এসব দেশ থেকে আসা যাত্রীদের স্ক্রিনিংয়ে ব্যাপক সংখ্যক কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে জাপান।