করোনা সংক্রমণ

ইতালিকে ছাড়িয়ে বিশ্বে ১৫তম স্থানে বাংলাদেশ

২৪ ঘণ্টায় মৃত্যু ৩৯ আক্রান্ত ২ হাজার ৯৭৭ জন

প্রকাশ | ০৭ আগস্ট ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার ৫ মাসের মাথায় শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৪৯ হাজার ৬৫১ জনে। এর মধ্য দিয়ে ইতালিকে ছাড়িয়ে বিশ্বে করোনা সংক্রমিত দেশের তালিকায় ১৫তম স্থানে এখন বাংলাদেশ। ইতালিতে করোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৮০৩ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ধারাবাহিক বুলেটিনে সর্বশেষ পরিসংখ্যানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৯৭৭ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৯ হাজার ৬৫১ জনে। এ ভাইরাসে আক্রান্ত আরও ৩৯ জনের মৃতু্য হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৩০৬ জনে দাঁড়িয়েছে। আইইডিসিআরের 'অনুমিত' হিসাব অনুযায়ী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৭৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত ২৪ ঘণ্টায়। তাতে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল মোট ১ লাখ ৪৩ হাজার ৮২৪ জনে। কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এতদিন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বুলেটিনে বিভিন্ন তথ্য দিয়ে এলেও এদিন তার জায়গায় ছিলেন জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক ডা. বায়েজিদ খুরশিদ রিয়াজ। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ, তা দুই লাখ পেরিয়ে যায় ১৮ জুলাই। এর মধ্যে ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত। প্রথম সংক্রমণ শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃতু্যর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৮ জুলাই সেই সংখ্যা তিন হাজার স্পর্শ করে। এর মধ্যে ৩০ জুন একদিনেই ৬৪ জনের মৃতু্যর খবর জানানো হয় বুলেটিনে, যা একদিনের সর্বোচ্চ মৃতু্য। ডা. বায়েজিদ খুরশিদ জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৮৩টি ল্যাবে ১২ হাজার ৭০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত ১২ লাখ ২৫ হাজার ১২৪টি নমুনা পরীক্ষা হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৪৩ শতাংশ আর এ পর্যন্ত মোট শনাক্তের হার ২০ দশমিক ৩৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬১ শতাংশ এবং মৃতের হার ১ দশমিক ৩২ শতাংশ। নিপসম পরিচালক বলেন, গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ৩২ জন পুরুষ এবং ৭ জন নারী। এই ৩৯ জনের মধ্যে ৭ জনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে, ১৩ জনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, ৯ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, বাকিরা অন্যান্য বয়সের। গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ১৭ জন ঢাকা বিভাগের, ৭ জন চট্টগ্রাম বিভাগের, ৩ জন রাজশাহী বিভাগের, ৪ জন খুলনা বিভাগের, ২ জন বরিশাল বিভাগের, ২ জন সিলেট বিভাগের, ১ জন ময়মনসিংহ বিভাগের এবং ৩ জন রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন। পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা, শনাক্ত ও মৃতের সংখ্যা বেড়েছে।