শোক সংবাদ

প্রকাশ | ১৩ আগস্ট ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
জগদীন্দু দেব মৌলভীবাজারের রাজনগরে বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক জগদীন্দু দেব (জগৎ মাস্টার) পরলোক গমন করেছেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় উপজেলার মনসুরনগর ইউনিয়নের চাটুরা গ্রামের নিজ বাড়িতে তার মৃতু্য হয়। বীর মুক্তিযোদ্ধা জগদীন্দু দেব ভারতের আসাম রাজ্যের কাচার জেলার লোহারবন্দ ক্যাম্পে প্রশিক্ষণ নিয়ে ৪নং সেক্টরের অধীনে যুদ্ধ করেন। দেশ স্বাধীনের পর তিনি দীর্ঘদিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শেষে অবসরে যান। এরপর শারীরিক অসুস্থতায় শয্যাশায়ী ছিলেন। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। বুধবার দুপুর ১২টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঊর্মি রায় এবং রাজনগর থানা পুলিশের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শনের পর পারিবারিক শ্মশানঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি হোসেন আলী খান পাবনার সুজানগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মরহুম আমিনুল হক বাক্কু এবং উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক টুটুলের পিতা আলহাজ হোসেন আলী খান (৮০) বুধবার দুপুরে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। কর্মজীবনে তিনি সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে চাকরি শেষে অবসর জীবনযাপন করছিলেন। সুজানগর (পাবনা) প্রতিনিধি