বিচারবহির্ভূত 'হত্যা-গুম ও নির্যাতন' বন্ধের দাবি

প্রকাশ | ১৩ আগস্ট ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
বিচারবহির্ভূত 'হত্যা-গুম-নির্যাতন' বন্ধের দাবি করেছে বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগ। বুধবার দুপুর ১২টায় রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি করা হয়। ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড আবদুস সাত্তারের সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন দিলীপ রায়, শামিম ইসলাম, হারুনুর রশিদসহ অনেকে। বক্তারা বলেন, দেশে একের পর এক বিচারবহির্ভূত হত্যাকান্ড সংঘটিত হচ্ছে। বিচারবহির্ভূত হত্যা, গুম এবং নির্যাতন আমাদের কাম্য হতে পারে না। অবসরপ্রাপ্ত মেজর সিনহাসহ সব হত্যাকান্ডের বিচার করতে হবে। একই সঙ্গে গুম এবং নির্যাতন বন্ধ করতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তি দিতে হবে। বক্তারা আরও বলেন, সারাদেশে করোনাভাইরাসের ঝুঁকি থাকলেও করোনাভাইরাসের বুলেটিন বন্ধ করে দেওয়া হচ্ছে। সরকার মনে করছে, বুলেটিন প্রচার করলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বহির্বিশ্বে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বুলেটিন বন্ধ করলেই করোনায় আক্রান্ত হওয়া বন্ধ হবে না। করোনায় আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার সঠিক ব্যবস্থা করতে হবে, টেস্টের সংখ্যাও আরও বাড়াতে হবে। স্বাস্থ্য খাতসহ অন্যান্য খাতের দুর্নীতিবাজদের বিচারের মাধ্যমে সব সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে।