করোনাভাইরাস

আরও শনাক্ত ২৭৬৬ জন, মৃত্যু ৩৪

প্রকাশ | ১৫ আগস্ট ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণঘাতী সংক্রামক ব্যাধি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃতু্য হয়েছে। ফলে এই সংখ্যা নিয়ে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন ৩ হাজার ৫৯১ জন। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৭৬৬ জনসহ এ পর্যন্ত ২ লাখ ৭১ হাজার ৮৮১ জন শনাক্ত হয়েছেন। তবে ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৫২ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৬২৩ জন। প্রতিদিনের ন্যায় শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশের করোনার সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণে মোট ৮৭টি আরটিপিসিআর পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। এরই ধারাবহিকতায় গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৮৫৬টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ২৮ হাজার ৭৫৭টি। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৪ জনের মধ্যে নারী ৬ জন, পুরুষ ২৮ জন। এখন পর্যন্ত মোট নারী মারা গেছেন ৭৫০ জন এবং পুরুষ মারা গেছেন ২ হাজার ৮৪১ জন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মারা গেছেন ৩৩ জন এবং বাড়িতে মারা গেছেন একজন। সর্বশেষ মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ২২ জন রয়েছেন। মৃতু্যদের বসবাসের স্থান পর্যালোচনা করে দেখা গেছে, ঢাকা বিভাগের ১৮ জন, চট্টগ্রামে ২, রাজশাহীতে ৪ জন, খুলনায় ১ জন, বরিশাল ১ জন, সিলেট ৪ জন, রংপুর ও ময়মনসিংহে ২ জন করে ছিলেন। যাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩১ জন ও বাড়িতে মারা গেছেন ১ জন। এ পর্যন্ত মারা যাওয়াদের বয়সের হিসাব বিশ্লেষণ করে দেখা যায় শূন্য থেকে ১০ বছরের মধ্যে রয়েছে ১৯ জন, যা শূন্য দশমিক ৫৩ শতাংশ। ১১ থেকে ২০ বছরের মধ্যে ৩৪ জন, যা শূন্য দশমিক ৯৫ শতাংশ। ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৯১ জন, যা দুই দশমিক ৫৩ শতাংশ। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২২৯ জন অর্থাৎ ছয় দশমিক ৩৮ শতাংশ। ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪৯১ জন, যা ১৩ দশমিক ৬৭ শতাংশ। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ হাজার ১৪ জন, যা ২৮ দশমিক ২৪ শতাংশ এবং ৬০ বছরের ঊর্ধ্বে রয়েছেন ১ হাজার ৭১৩ জন, যা ৪৭ দশমিক ৭০ শতাংশ। এ পর্যন্ত বিভাগভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে মারা গেছেন ১ হাজার ৭১৮ জন, যা ৪৭ দশমিক ৮৪ শতাংশ। চট্টগ্রাম বিভাগে ৮২৭ জন, যা ২৩ দশমিক শূন্য ৩ শতাংশ। রাজশাহী বিভাগে ২৩৩ জন, যা ৬ দশমিক ৪৯ শতাংশ। খুলনা বিভাগে ২৭৯ জন, যা ৭ দশমিক ৭৭ শতাংশ। বরিশাল বিভাগে ১৩৯ জন, যা তিন দশমিক ৮৭ শতাংশ। সিলেট বিভাগে ১৭০ জন, যা ৪ দশমিক ৭৩ শতাংশ। রংপুর বিভাগে ১৪৫ জন; যা ৪ দশমিক শূন্য ৪ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ৮০ জন, যা ২ দশমিক ২৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা বিভাগ ভিত্তিতে, ঢাকা বিভাগে ৬৩০ জন, চট্টগ্রাম বিভাগে ২৮০ জন, রংপুর বিভাগে ১৪০ জন, খুলনা বিভাগে ১৬৯ জন, বরিশাল বিভাগে ৬৪ জন, রাজশাহী বিভাগে ২৯১ জন, সিলেট বিভাগে ৩৬ জন এবং ময়মনসিংহ বিভাগে সুস্থ হয়েছেন ১৪২ জন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ১ হাজার ৭৯৮ জন, ছাড় পেয়েছেন ১ হাজার ৯৩৫ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৪ লাখ ৩৬ হাজার ৭৭৯ জন এবং ছাড়া পেয়েছেন ৩ লাখ ৮৯ হাজার ১৭৩ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪৭ হাজার ৬০৬ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ৭৩৯ জন, ছাড়া পেয়েছেন ৬৮৪ জন। এ পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন ৬০ হাজার ৭৫৯ জন এবং ছাড়া পেয়েছেন ৪০ হাজার ৯৯৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৯ হাজার ৭৬৩ জন।