বাজার নিয়ন্ত্রণসহ সর্বজনীন রেশনিং চালুর দাবি

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপসহ সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালুসহ পাঁচ দফা দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য। শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, গত কিছুদিন ধরে নিত্যপণ্য মোটা চাল, পেঁয়াজ, ভোজ্যতেল ও শাক-সবজির বাজারে পাগলা ঘোড়া দৌড়াচ্ছে। সাধারণ খেটে খাওয়া মানুষগুলোর পরিবার-পরিজন নিয়ে নাভিশ্বাস উঠেছে। মোটের উপরে করোনা সংকটে সরকারের ব্যর্থতায় সাধারণ মানুষ এখন শুধুমাত্র উপরওয়ালার কাছে ভরসা করে সর্বোচ্চ স্বাস্থ্য ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছে। এমন অবস্থায় দাঁড়িয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন। একই সাথে সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালুর জন্যও জোর দাবি জানাই আমরা মেহনতি মানুষের পক্ষ থেকে। এ সময় বাম ঐক্য পাঁচ দফা দাবি তুলে ধরে, সেগুলো হলো- সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালু করা; কর্মচু্যত শ্রমিকদের জন্য বিশেষ আর্থিক প্রণোদনার ব্যবস্থা করা; গ্রামে গ্রামে সমবায় কৃষি খামার গড়ে তোলা; গ্রামীণ স্তরে আধুনিক চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা এবং পাট উৎপাদন ও পাট পণ্যের প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়া। মানববন্ধনে সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক কমরেড ডা. এম. এ. সামাদ, প্রগতিশীল গণতান্ত্রিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন খান প্রমুখ উপস্থিত ছিলেন।