ঢাকাইয়া আজিজ হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০২০, ০০:০০ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৩

যাযাদি রিপোর্ট

রাজধানীর লালবাগের কাচ ব্যবসায়ী আব্দুল আজিজ চাকলাদার ওরফে ঢাকাইয়া আজিজ হত্যা মামলায় জয়নাল নামে একজনকে মৃতু্যদন্ড ও রুস্তম নামে আরেকজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান মামলার রায়ে এ আদেশ দেন। মৃতু্যদন্ডের পাশাপাশি জয়নালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত রুস্তমকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত দুই আসামি পলাতক রয়েছে। আরেক ধারায় দুইজনকে ৫ বছর করে কারাদন্ড এবং ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। জামাই ফারুক ও ইদ্রিসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা খালাস পেয়েছেন। এই দুইজন কারাগারে ছিলেন। রায় ঘোষণার সময় তাদের আদালতে হাজির করা হয়েছিল। গত ১৪ জানুয়ারি এই মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য ১৯ ফেব্রম্নয়ারি দিন ঠিক করেছিলেন। তবে করোনার কারণে সেই রায়ের দিন পিছিয়ে যায়। দীর্ঘ ২২ বছর পর সোমবার এই মামলার রায় হলো। মামলার এজাহারে বলা হয়, মাকসুদ এবং আমানুলস্নাহর সঙ্গে ভাঙা কাচের ব্যবসা করতেন আব্দুল আজিজ চাকলাদার। তারা দুইজন আজিজের কাছে ব্যবসায়িক কারণে ২৫ হাজার টাকা পেতেন। এই টাকা লেনদেনকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এ কারণে মাকসুদ ও আমানুলস্নাহ তাকে অপহরণ করে নিয়ে যায়। মামলার এক বছর পর তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে সাতজনকে অভিযুক্ত করা হলেও এজাহারে থাকা মাকসুদ ও আমানুলস্নাহর নাম বাদ পড়ে। এই মামলার তদন্ত চলাকালে রূপসা নদী থেকে একটি মাথার খুলি ও হাড় উদ্ধার করা হয়। \হখালিশপুর থানার অন্য একটি মামলার জব্দ তালিকা থেকে প্রাপ্ত ওই মাথার খুলি ও হাড় ঢাকাইয়া আজিজের উলেস্নখ করে বলে তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে উলেস্নখ করে।