মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কারা ডিআইজি বজলুরের সম্পত্তি ক্রোকের নির্দেশ

যাযাদি রিপোর্ট
  ২৩ সেপ্টেম্বর ২০২০, ০০:০০
বজলুর রশিদ

প্রায় সোয়া তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় কারা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক (ডিআইজি-প্রিজনস) বজলুর রশিদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকার পঞ্চম মহানগর বিশেষ জজ ইকবাল হোসেন এই আদেশ দেন।

এর আগে (দুর্নীতি দমন কমিশন) দুদকের পক্ষ থেকে তার ক্রয় করা অ্যাপার্টমেন্ট ও এর জন্য পরিশোধিত তিন কোটি আট লাখ টাকার দুটি অ্যাকাউন্ট জব্দের জন্য আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক সেই আবেদন মঞ্জুর করেন।

তবে এই মামলায় আসামিপক্ষের করা জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। একইসঙ্গে অভিযোগ গঠন

শুনানি পিছিয়ে ২২ অক্টোবর ধার্য করা হয়।

গত ১ সেপ্টেম্বর এই মামলার অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি বিশেষ জজ আদালত ৫ এর বদলির আদেশ দেন। বদলি আদালতে ২২ সেপ্টেম্বর অভিযোগ গঠন শুনানির দিন ধার্য করেন।

গত ২৬ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. নাসির উদ্দীন বজলুরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, বজলুর রশিদ রূপায়ন হাউজিং স্টেট থেকে ঢাকার সিদ্ধেশ্বরী রোডের ৫৫/১ (পুরাতন) ৫৬/৫৭ (নতুন) নির্মাণাধীন স্বপ্ন নিলয় প্রকল্পের ২৯৮১ বর্গফুট আয়তনের অ্যাপার্টমেন্ট কেনেন। অ?্যাপার্টমেন্টের মূল্য বাবদ তিন কোটি আট লাখ টাকা পরিশোধও করেছেন। এই অ?্যাপার্টমেন্ট ক্রয়বাবদ বজলুর যে টাকা পরিশোধ করেছেন, এর সপক্ষে কোনো বৈধ উৎস দেখাতে পারেননি।

এমনকি তিনি অ?্যাপার্টমেন্টের ক্রয়সংক্রান্ত কোনো তথ্য তার আয়কর নথিতে দেখাননি। পরিশোধিত তিন কোটি আট লাখ টাকা জ্ঞাত আয় উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ। সব মিলিয়ে তার বিরুদ্ধে তিন কোটি ১৪ লাখ ৩৫ হাজার ৯০২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দুদক আইন ২৭ (১) ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর আদালত মামলার অভিযোগপত্র আমলে নেওয়ার জন্য ১ সেপ্টেম্বর দিন ধার্য করে।

গত ২০ অ?ক্টোবর সকাল ১১টা থেকে বজলুর ও তার স্ত্রী রাজ্জাকুন নাহারকে জিজ্ঞাসাবাদ শুরু করে দুদক। অবৈধভাবে উপার্জিত অর্থ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানোর অভিযোগে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানেই তার অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি দুদকের নজরে আসে।?

জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে দুদক পরিচালক মো. ইউসুফের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেপ্তার করে। টিমের অন্য সদস্যরা হলেন- উপ-পরিচালক মো. নাসির উদ্দিন ও সালাউদ্দিন আহমেদ। এরপর ওইদিন সন্ধ্যায় আদালতে হা?জির করা হলে তাকে কারাগারে পাঠায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<112990 and publish = 1 order by id desc limit 3' at line 1