প্রকল্প পণ্যের অস্বাভাবিক দাম ঠেকাতে মন্ত্রণালয়কে সতর্কতার নির্দেশ

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
প্রকল্পের পণ্যদ্রব্যের ক্ষেত্রে অস্বাভাবিক বাজারমূল্য না দেখানো ঠেকাতে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে প্রকল্প যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিবদের কাছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সোমবার এ নির্দেশনা পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রণালয়/বিভাগগুলোকে যে ছয়টি বিষয়ে সজাগ থাকার অনুরোধ জানানো হয়েছে। সেগুলো হলো- মন্ত্রণালয়/বিভাগগুলোকে তাদের মধ্যমেয়াদি বাজেট কাঠামোর আওতায় প্রাক্কলন ও প্রক্ষেপণের অর্থবছরে বরাদ্দকৃত সিলিংয়ের মধ্যে থেকে প্রকল্প গ্রহণ করতে হবে।