শোক সংবাদ

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
মো. নূর রাকিব অরণ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলামের কনিষ্ঠ পুত্র মো. নূর রাকিব অরণ্য সোমবার রাতে স্ট্রোক করে ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মরহুমের জানাজা মঙ্গলবার বাদ মাগরিব বিরল উপজেলার পূর্র্ণভবা টেকনিক্যাল এন্ড বি এম কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। বাদ এশা রাজারামপুর ইউপি'র নিজ গ্রামের বাড়ি মেধাকান্দর গ্রামে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। তার মৃতু্যতে বিরল প্রেস ক্লাব, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দর পক্ষ হতে পৃথক বার্তায় গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। বিরল (দিনাজপুর) প্রতিনিধি নুরুল হুদা খন্দকার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আদমদীঘি আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, কুন্দগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক তিন বারের চেয়ারম্যান নুরুল হুদা খন্দকার (৮২) সোমবার রাত সাড়ে ১০টায় বগুড়ার একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন। (ইন্নালিলস্নস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় আদমদীঘি কওমী মাদরাসা মাঠে প্রথম জানাজা ও বাদ জোহর কুন্দগ্রাম হাই স্কুল মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃতু্যতে আদমদীঘি উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, সাবেক সভাপতি কছিমউদ্দিন আহমেদসহ স্থানীয় নেতৃবর্গ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি