মন্ত্রণালয় ঘেরাও, বিক্ষোভ

সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ ২৪ দিন বাড়ল

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
বুধবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও করে বিক্ষোভ করেন সৌদি প্রবাসীরা -যাযাদি
অবশেষে আরও ২৪ দিন বাংলাদেশি প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। বুধবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন। প্রবাসীদের ফেরত যেতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রবাসীদের ফেরার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে মন্ত্রণালয়। ভিসার মেয়াদ বাড়ানোর জন্য রাষ্ট্রদূতের মাধ্যমে দ্রম্নত সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনা শেষে প্রবাসীদের ভিসা বা আকামার মেয়াদ ২৪ দিন বাড়ানোসহ বিমানের বিশেষ ফ্লাইটের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া মন্ত্রী বিক্ষোভকারী প্রবাসীদের রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার আহ্বান জানান। এর আগে বিমানের টিকিট ও ভিসার মেয়াদ বৃদ্ধির দাবিতে বুধবার তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছে সৌদিফেরত প্রবাসীরা। তারা সড়ক অবরোধ ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও করেন। সেই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়ে স্মারকলিপি প্রদান করেন। এদিকে, সৌদি প্রবাসীদের দাবির পরিপ্রেক্ষিতে জরুরি আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছে পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়। বৈঠক শেষে সৌদি প্রবাসীদের ছয় প্রতিনিধির সঙ্গেও আলোচনা করেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। এদিকে বুধবার বেলা ১১টায় প্রবাসীরা ইস্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও করেন। বিক্ষোভকারীরা বলেছেন, সৌদি কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সময় অর্থাৎ ১৫ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে যেতে না পারলে অনেকেই চাকরি হারাবেন। এছাড়া এ সময়ের অনেকেরই ভিসার মেয়াদ থাকবে না। সে কারণে তাদের দ্রম্নত ফেরার ব্যবস্থা করা জরুরি। তাই ভিসার মেয়াদ বাড়ানোর ব্যবস্থাসহ সেখানে যাওয়ার টিকিট নিশ্চিতের দাবি করছেন তারা। বিক্ষোভে অংশ নেওয়া সৌদি প্রবাসী সিরাজ মজুমদার যায়যায়দিনকে বলেন, তাদের দাবির মধ্যে প্রধান দাবি হলো আকামা বা ভিসার মেয়াদ বৃদ্ধি করা। যারা রিটার্ন টিকিট নিয়ে দেশে এসেছেন তারা যেন সেই টিকিটে ফিরে যেতে পারেন। এছাড়া টিকিটের মূল্য বৃদ্ধি ও টিকিট পাওয়ার ক্ষেত্রে কালোবাজারিদের প্রভাবমুক্ত করার দাবিও জানিয়েছেন তারা। এ সময় বেশ কয়েকজন বিক্ষোভকারী সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সে কর্মরত আনসারদের বিরুদ্ধে টাকার বিনিময়ে টিকিট আবেদনের সিরিয়াল পরিবর্তনের অভিযোগ করেন। অন্যদিকে সৌদি এয়ারলাইন্সেরও রয়েছে টিকিট সংকট। সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ যায়যায়দিনকে জানিয়েছে, বুধবারসহ আগামী ২৫, ২৭ ও ২৯ তারিখসহ তাদের মোট ৪টি ফ্লাইট রয়েছে। এই ফ্লাইটগুলোতে মোট আসন সংখ্যা ১০৬০টি। কিন্তু টিকিটপ্রত্যাশীর সংখ্যা প্রায় ৩৫ হাজার। এই বিপুলসংখ্যক প্রবাসীর টিকিট ও ফ্লাইটের ব্যবস্থা করা অসম্ভব। আরও ২ মাস মেয়াদ বাড়িয়ে দিলেও তাদের টিকিটের ব্যবস্থা করা সম্ভব নয়। এ সময়ের মধ্যে আরও ৪টি ফ্লাইট বাড়ানো হতে পারে বলে জানিয়েছে অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি সূত্র। আজ বৃহস্পতিবার এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হতে পারে। প্রসঙ্গত, টিকিট না পেয়ে গত কয়েক দিন ধরেই মতিঝিলে বিমান অফিসের সামনে এবং কারওয়ান বাজারে সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের অফিসের সামনে বিক্ষোভ করে আসছেন সৌদি ফিরতে আগ্রহীরা। বুধবার দিনভর বিক্ষোভ করেন তারা। এর আগে রাজধানীর কারওয়ান বাজারে হোটেল সোনারগাঁওয়ে অবস্থিত সৌদি এয়ারলাইন্সের সামনে বিমানের টিকিটের দাবিতে জড়ো হন প্রবাসীরা। এ সময় টিকিট না পেয়ে দুই দফা সড়ক অবরোধ করেন তারা। এর আগে মঙ্গলবারও বিক্ষোভ করেন সৌদি প্রবাসীরা। এদিন তিন ঘণ্টা বিক্ষোভের পর সড়ক অবরোধ তুলে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেন তারা। পরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনে দেশে আটকেপড়া প্রবাসীদের আকামা-ভিসার মেয়াদ তিন মাস বাড়াতে সৌদি আরব সরকারকে চিঠি দেওয়ার কথা জানান। মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ সৌদি আরবে ২০ লাখের বেশি বাংলাদেশি বিভিন্ন পেশায় কাজ করেন। ২০১৯-২০ অর্থবছরে যে এক হাজার ৮২০ কোটি ৫০ লাখ ডলারের রেমিট্যান্স দেশে এসেছে, তার মধ্যে ৪০১ কোটি ৫১ লাখ ডলারই সৌদি প্রবাসীরা পাঠিয়েছেন।