করোনায় প্রাণ গেল আরও ৩৭ জনের শনাক্ত ১৬৬৬

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃতু্য হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৪৪ জন হলো। একই সময় নতুন করে ১ হাজার ৬৬৬ জন পজিটিভ শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ২৮৭ জনে দাঁড়িয়েছে। প্রতিদিনের মতো গতকাল (বুধবার) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার সর্বশেষ সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণে মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা সারা দেশ থেকে ১৩ হাজার ৯৭৭টি নমুনা সংগ্রহ করে। এরপর যাচাই-বাছাই শেষে আগের দিনের কিছু নমুনাসহ ১০২টি কোভিড-১৯ ল্যাবে ১৪ হাজার ১৫০টি নমুনা পরীক্ষা করা হয়। দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৮ লাখ ৬২ হাজার ৬৫৭টি। সর্বশেষ নমুনাগুলোর নিবিড় পরীক্ষা-নিরীক্ষা শেষে নতুন করে ১ হাজার ৬৬৬ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ২৮৭ জনে দাঁড়াল। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩৭ জন মৃতু্য হওয়ায় দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৪৪ জনে দাঁড়িয়েছ। তবে এ সময় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ১৬৩ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা ২ লাখ ৬২ হাজার ৯৫৩ জনে দাঁড়িয়েছে। এদিকে আগের দিনের (মঙ্গলবার) তুলনায় গতকাল বুধবার নতুন রোগী শনাক্তের হার এবং মৃতু্য বেড়েছে। আগের দিন মঙ্গলবার ২৬ জনের মৃতু্যর তথ্য জানানো হয়েছিল। ওই সময় রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৫৪৪ জন (১০ দশমিক ৯৯ শতাংশ)। কিন্তু গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ০৬ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ১১ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৩ দশমিক ৭৯ এবং মৃতু্যর হার ১ দশমিক ৪২ শতাংশ। সর্বশেষ মারা যাওয়া ৩৭ জনের মধ্যে পুরুষ ২৮ জন ও নারী ১৩ জন। এ পর্যন্ত করোনায় মোট মৃতদের মধ্যে পুরুষ ৩ হাজার ৮৭৩ জন (৭৭ দশমিক ৭৯ শতাংশ) ও নারী ১ হাজার ১০৬ জন (২২ দশমিক ২১ শতাংশ)। ৩৭ জনের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ১০ বছরের কম বয়সি একজন, বিশোর্ধ্ব দুজন, ত্রিশোর্ধ্ব তিনজন, চলিস্নশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব ১০ জন এবং ষাটোর্ধ্ব ২০ জন রয়েছেন। বসবাসের বিভাগ অনুযায়ী, ঢাকা বিভাগে ২৬ জন, চট্টগ্রামে ৯ জন, রাজশাহীতে একজন, খুলনায় একজন, বরিশাল একজন ও রংপুরে ২ জন রয়েছেন। তবে গত একদিনে বাড়ি ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ১৬৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এই সংখ্যা নিয়ে করোনায় সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৬২ হাজার ৯৫৩ জন হয়েছে। উলেস্নখ্য, চীন দেশ শনাক্ত হওয়া ভাইরাসটি বাংলাদেশে প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ, তা সাড়ে ৩ লাখ পেরিয়ে যায় ২১ সেপ্টেম্বর। এর মধ্যে ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা একদিনের সর্বোচ্চ শনাক্ত। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃতু্যর তথ্য নিশ্চিত করে সরকারে স্বাস্থ্য অধিদপ্তর। ২২ সেপ্টেম্বর সেই সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন একদিনেই ৬৪ জনের মৃতু্যর খবর জানানো হয়, যা একদিনের সর্বোচ্চ।