দিনের ভোট রাতে হবে না :সিইসি

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

পাবনা প্রতিনিধি
কে এম নুরুল হুদা
'দিনের ভোট রাতে হবে না' উলেস্নখ করে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেছেন, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপনির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। বুধবার বেলা ১১টায় পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাবনা-৪ আসনের উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, আমরা কখনই কোনো পক্ষপাতিত্বমূলক নির্বাচন করি না। সাংবিধানিক বাধ্যবাধকতা এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় করোনা সংকটের মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তিনি আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের উপনির্বাচনে স্বাস্থ্যবিধি মেনে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানান। সিইসি বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কবীর মাহমুদের সভাপতিত্বে পাবনা-৪ উপনির্বাচনের দায়িত্বপ্রাপ্ত জেলার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। চলতি বছরের ২ এপ্রিল পাবনা-৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান ডিলুর মৃতু্যতে আসনটি শূন্য হয়।