জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন চেমন আরা তৈয়ব

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব। তাকে দুই বছরের জন্য এই নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ অবৈতনিক উলেস্নখ করে আদেশে বলা হয়, মেয়াদ শেষ হওয়ার আগে সরকার ইচ্ছা করলে যেকোনো সময়ে এ মনোনয়ন বাতিল করতে পারবে। তিনিও নিজে পদত্যাগ করতে পারবেন বলে আদেশে উলেস্নখ করা হয়েছে। 'জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১' অনুসারে তাকে এই নিয়োগ দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জাতীয় মহিলা সংস্থার আগের চেয়ারম্যান মমতাজ বেগম গত ১৬ মে মারা যান। চেমন আরা তৈয়ব ২০০৮ সালে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।