বর্ষণ অব্যাহত সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
ঝড়ো হাওয়ার শঙ্কায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সে সঙ্গে টানা কয়েকদিন ধরে চলা মাঝারি থেকে ভারি বর্ষণ আজ শনিবারও অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। গত কয়েক দিনের মতো শুক্রবারও দেশের অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত তেঁতুলিয়ায় দেশের সর্বোচ্চ ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। জ্যেষ্ঠ আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় ছিল, সেই সঙ্গে গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হয়। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরে ঝড়ো হাওয়া বয়ে যায় বলে জানান আবহাওয়াবিদ আফতাব উদ্দিন। তিনি বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলঅ ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়। এ সময় বঙ্গোপসাগরে অবস্থানরত সব ট্রলার ও মাছ ধরার নৌকাকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে দেশের উজানেও ভারি বর্ষণের কারণে নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ডের ১০১টি পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে ৬৬টি পয়েন্টে পানি বেড়েছে। চারটি পয়েন্টে চার নদীর পানি এখন বিপৎসীমার ওপরে বয়ে যাচ্ছে।