সৌদি এয়ারলাইন্সের টোকেন ৪ অক্টোবর

প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
শনিবার রাজধানীর কারওয়ান বাজারে এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে টিকিটের অপেক্ষায় সৌদিপ্রবাসীরা -ফোকাস বাংলা
কারওয়ান বাজারে অবস্থিত সৌদি এয়ারলাইন্সের কাউন্টার থেকে শনিবার ৮৫১ থেকে ১২০০ নম্বর টোকেনধারী ব্যক্তিদের ফেরার টিকিট দেওয়া হয়। কিন্তু টোকেনের দাবিতে বেলা ১১টার দিকে সৌদিপ্রবাসীরা বিক্ষোভ করেন। যারা টোকেন পাননি, তাদের ২৯ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ৪ অক্টোবর টোকেন নিতে আসতে বলা হয়েছে। এ সময় পর্যন্ত সৌদি আরব যাওয়ার কোনো টিকিট বিক্রি করা হবে না। পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রুবায়েত জামান এ কথা জানান। তিনি বলেন, রোববার পর্যন্ত ১৫০০ নম্বরধারীকে টিকিট দেওয়া হবে। এ ছাড়া ২৪০০ নম্বর পর্যন্ত টোকেন দেওয়া হয়েছে। এর পরের নম্বর থেকে টোকেন ৪ অক্টোবর থেকে দেওয়া হবে। সৌদি এয়ারলাইনস ছাড়াও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মতিঝিল কার্যালয় থেকে সৌদি আরবের টিকিট ইসু্য করা হয়। দেশে আসা প্রবাসী যাদের ১৮ ও ২০ মার্চ জেদ্দা এবং ১৮ ও ১৯ মার্চ রিয়াদে ফেরার জন্য রিটার্ন টিকিট করা ছিল, তাদের টিকিট ইসু্য করা হয়েছে। একই তারিখের রিটার্ন টিকিটধারীদের কাছে শুক্রবারও টিকিট ইসু্য করেছিল বিমান। ২৯ সেপ্টেম্বর জেদ্দা ও ৩০ সেপ্টেম্বর রিয়াদে বিশেষ ফ্লাইটের জন্য বিমান এসব টিকিট ইসু্য করেছে।