তবুও এয়ারলাইন্সের দরজায় প্রবাসীদের অপেক্ষা!

বাংলাদেশ-সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
আগামী ৪ অক্টোবরের আগে নতুন করে আর কোনো টোকেন দেওয়া হবে না। শনিবার সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স কর্তৃপক্ষের এমন ঘোষণার পরও রোববার সৌদি এয়ারলাইন্স কার্যালয়ের সামনে ভিড় করেন কয়েকে হাজার প্রবাসী শ্রমিক। এদিন সকাল থেকেই হোটেল সোনারগাঁওয়ের গেটে জড়ো হতে শুরু করেন তারা। টোকেন দেওয়া হবে না জেনেও দিনভর অপেক্ষা করতে দেখা যায় এসব প্রবাসীদের। যদিও ফ্লাইট বাতিলের তারিখ ধরে পরবর্তী টোকেন দেওয়া হবে বলেও জানায় সংস্থাটি। একই নিয়মে ফ্লাইট বাতিলের তারিখ ধরে পর্যায়ক্রমে সৌদি আরবের টিকিট রি-ইসু্য করছে এয়ারলাইন্সটি। অপেক্ষমান সৌদিপ্রবাসী আবদুর হাই জানান, তিনি গত চারদিন ধরে টোকেনের জন্য সকাল থেকে রাত পর্যন্ত এখানেই বসে থাকেন। এদিকে তার ভিসার মেয়াদ আর মাত্র পাঁচদিন বাকি। ৪ অক্টোবর টোকেন পেলেও তার ভিসার মেয়াদ থাকবে না। যদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ ভিসার মেয়াদ বিবেচনায় কোনো টোকেন দেয়! এমনি অনিশ্চিত আশায় বসে আছেন হাইসহ আরও অনেকে প্রবাসী শ্রমিক। যদিও সৌদি সরকার জানিয়েছে, যাদের ভিসার মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হবে, তাদের ঢাকাস্থ সৌদি দূতাবাসে যোগাযোগ করে ভিসার মেয়াদ বাড়াতে হবে। জানা গেছে, ভিসার মেয়াদ বাড়ানোর পর টিকিটের জন্য টোকেন নিতে আসতে হবে। সরকারের কূটনৈতিক তৎপরতায় সম্প্রতি বাংলাদেশিদের জন্য ইকামার মেয়াদ ২৪ দিন বাড়ায় সৌদি সরকার। যাদের ভিসার মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হবে, তাদের ভিসার মেয়াদ পরবর্তী ২৪ দিন বাড়ানো হয়েছে। এর আগে সৌদি সরকার সব বিদেশি কর্মীদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফেরার বাধ্যবাধকতা দেয়। এরপরই টিকিটের জন্য সংকট তৈরি হয়। সীমিত পরিসরে ফ্লাইট চালু হওয়ায় এই সংকট দেখা দেয়। কিন্তু ২৪ দিন ভিসার মেয়াদ \হবাড়ানোর পরও দেশে আটকেপড়া সৌদিপ্রবাসীদের ফেরা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এদিকে বাংলাদেশ থেকে বিমানের ফ্লাইট সংখ্যা বাড়াতে সৌদি আরবকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। রোববার বিকালে ড. মোমেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদকে টেলিফোনে এই অনুরোধ করেন। এ ছাড়া দাম্মাম রুটে দ্রম্নত ফ্লাইট চালু করতেও অনুরোধ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। ড. মোমেন ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ রোববার বিকালে টেলিফোনে আলাপ করেছেন। এ সময় দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, টেলিফোন আলাপে ড. মোমেন ইকামার মেয়াদ বৃদ্ধি ও ভিসা দেওয়ায় সৌদি আরবের সিদ্ধান্তকে স্বাগত জানান এবং বিমানের ফ্লাইট চলাচলে অনুমতি দেওয়ায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। একই সঙ্গে দাম্মাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়ার জন্য সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। বর্তমানে রিয়াদ, মদিনা ও জেদ্দায় বাংলাদেশ বিমানের চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব চলাকালে বাংলাদেশ ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী একাধিকবার টেলিফোনে আলাপ করেছেন। এরই ধারাবাহিকতায় রোববার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী আবারও ফোনালাপ করেন।