সীমান্ত হত্যাকান্ড দুই দেশের জন্যই লজ্জার :পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ | ৩০ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যাকান্ড দুই দেশের জন্যই লজ্জার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) ভার্চুয়াল বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। জেসিসি বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ড. মোমেন জানান, বৈঠকে সীমান্ত হত্যা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যেই \হগভীর বন্ধুত্ব রয়েছে। তবে এই বন্ধুত্ব থাকার পরেও সীমান্তহত্যা আমাদের জন্য যেমন লজ্জার, ভারতের জন্যও লজ্জার। আমরা চাই না সীমান্তহত্যা ঘটুক। ড. মোমেন বলেন, সীমান্তে যেখানেই সমস্যা হবে, আমাদের দুই দেশের পক্ষ থেকে যৌথভাবে মনিটরিং করা হবে। সূত্র জানায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় জেসিসি বৈঠক শুরু হয়। এক ঘণ্টা ধরে বৈঠক চলে। এবারের বৈঠকটি হয় ভার্চুয়ালি। এই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আর ভারতের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। সূত্র জানায়, বাংলাদেশ-ভারতের মধ্যে এবারের ৬ষ্ঠ জেসিসি বৈঠকে দুই দেশের সহযোগিতার সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টন, সীমান্তহত্যা, ভারতের ক্রেডিট লাইন, প্রতিরক্ষা, কানেক্টিভিটি, নিরাপত্তা, সন্ত্রসাবাদ প্রতিরোধ, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি বিষয় বৈঠকে আলোচনা হয়।