মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিশ্বে করোনায় মৃত্যু ১০ লাখ ছাড়িয়েছে

যাযাদি ডেস্ক
  ৩০ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। গবেষকরা বলছেন, এখনো পৃথিবীর বহু দেশ থেকে নতুন করে সংক্রমণ বাড়ার খবর আসছে। জন্স হপকিন্স ইউনিভার্সিটির সংকলিত তথ্যে দেখা যায়, এই ১০ লাখের মধ্যে প্রায় অর্ধেক মৃতু্য ঘটেছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারতে। বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত সংখ্যা এর থেকে অনেক বেশি। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এটাকে 'বেদনাদায়ক এক মাইলফলক' এবং 'অনুভূতি অবশ করে দেওয়া' পরিসংখ্যান বলে উলেস্নখ করেছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, 'প্রত্যেকটি মানুষের জীবন মূল্যবান। এরা ছিলেন কারও বাবা ও মা, কারও স্বামী, কারও স্ত্রী, ভাই, বোন, বন্ধু, সহকর্মী। এই রোগের নিষ্ঠুর আঘাতে তাদের কষ্ট বহুগুণ বেড়েছে।' চীনের উহানে নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাব \হপ্রথম শুরু হওয়ার প্রায় দশ মাসের মধ্যে এই প্রাণঘাতী ভাইরাস ১০ লাখ জীবন কেড়ে নিয়েছে। তা ছড়িয়েছে ১৮৮টি দেশে এবং বিশ্বজুড়ে কোভিড শনাক্তের সংখ্যা তিন কোটি ২০ লাখের বেশি। এই ভাইরাসের কারণে জারি করা লকডাউন আর অন্যান্য পদক্ষেপে বহু দেশের অর্থনীতি বিধ্বস্ত হয়ে গেছে, বহু মানুষের জীবন-জীবিকা বিপন্ন হয়েছে এবং বিভিন্ন দেশের অর্থনীতিতে নেমে এসেছে মন্দা। এরই মধ্যে এই ভাইরাসকে পরাস্ত করার লড়াই চলছে। কার্যকর ভ্যাকসিন তৈরির একাধিক প্রচেষ্টা চলছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুঁশিয়ার করেছে যে, কার্যকর একটা টিকা আবিষ্কারের আগেই মৃতু্যর পরিসংখ্যান বিশ লাখে পৌঁছে যাবে। কোভিড ১৯-এ বিশ্বে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে আমেরিকায়। সেখানে মৃতের সংখ্যা ২ লাখ পাঁচ হাজার। ব্রাজিলে মারা গেছে ১ লাখ ৪১ হাজার ৭০০ আর ভারতে ৯৫ হাজার ৫০০। আমেরিকায় কোভিড শনাক্ত হওয়া রোগীর নথিভুক্ত সংখ্যা ৭০ লাখের বেশি, যা বিশ্বের মোট আক্রান্তের এক পঞ্চমাংশের বেশি। জুলাই মাসে সেখানে সংক্রমণের দ্বিতীয় ঢেউ যাওয়ার পর আগস্টে সংক্রমণের হার কমেছিল। কিন্তু এখন আবার তা বাড়তে দেখা যাচ্ছে। ভারতেও করোনাভাইরাস দ্রম্নত ছড়াচ্ছে। সেপ্টেম্বর মাসে দেশটিতে প্রতিদিন প্রায় ৯০ হাজার করে রোগীর করোনা শনাক্ত হয়েছে। ভারতে আক্রান্তের মোট সংখ্যা ৬০ লাখ ছাড়িয়ে গেছে। আমেরিকার পর আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। তবে দেশটির জনসংখ্যার হিসাবে দেশটিতে কোভিড আক্রান্তদের মধ্যে মৃতু্যর সংখ্যা তুলনামূলকভাবে কম। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। দেশটিতে করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৪৭ লাখের বেশি এবং আক্রান্তের হিসাবে ব্রাজিল পৃথিবীতে তৃতীয় স্থানে রয়েছে। আর্জেন্টিনায় নতুন সংক্রমণ এখন দ্রম্নত বাড়ছে এবং দেশটিতে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৭ লাখ ছাড়িয়ে গেছে। সর্বশেষ পরিসংখ্যানে দেখা যাচ্ছে- পুরো আফ্রিকা মহাদেশে আক্রান্তের সংখ্যা প্রায় ১৫ লাখ। আফ্রিকায় এই ভাইরাসে মারা গেছে প্রায় ৩৫ হাজার মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, আফ্রিকান জনগোষ্ঠীর বয়স তুলনামূলকভাবে কম। তরুণ জনগোষ্ঠী, কম ঘনবসতি, উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার কারণে আফ্রিকা মহাদেশে এই ভাইরাস কম ছড়িয়েছে বলে তারা মনে করছেন। এছাড়াও আফ্রিকা যেভাবে গঠনমূলক পদক্ষেপ নিয়ে এই ভাইরাস মোকাবিলা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার প্রশংসা করেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন দেশে হিসাবের বিভিন্ন পদ্ধতি এবং পরিসংখ্যান নথিভুক্ত করার ভিন্ন ভিন্ন প্রণালি এবং পাশাপাশি বিক্ষিপ্তভাবে পরীক্ষা চালানোর ফলে বাস্তবে কোভিড ১৯-এ কত মানুষ মারা গেছে বা কত মানুষ প্রকৃতভাবে করোনায় আক্রান্ত হয়েছে তার সঠিক তথ্য পাওয়া কঠিন। তবে তারা বলছেন, মৃত ও আক্রান্তের প্রকৃত সংখ্যা অনেক বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে