নওগাঁ

সাধারণ মানুষের উদ্বেগ নেই

প্রকাশ | ২৩ অক্টোবর ২০২০, ০০:০০

রুহুল আমিন
নওগাঁয় করোনাভাইরাসে সাধারণ মানুষের মধ্যে কোনো উৎকণ্ঠা পরিলক্ষিত হচ্ছে না। মুখে মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক হলেও অধিকাংশ মানুষ তা ব্যবহার করছে না। হাটবাজার, রাস্তাঘাটসহ জনসমাগম সংশ্লিষ্ট স্থানে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। আসন্ন শীত মওসুমে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ার সম্ভাবনায় সচেতন জনগোষ্ঠীর মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। তবে জেলায় করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা কিছুটা কমে যাওয়ায় তাদের মধ্যে শঙ্কা কম। নওগাঁ সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, জেলায় গত ২৩ এপ্রিল সর্বপ্রথম রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের এক নার্স করোনাভাইরাসে আক্রান্ত হন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩শ ১৯ জন। তাদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ৫১৮ জন, রানীনগর উপজেলায় ৫৯ জন, আত্রাই উপজেলায় ৩৪ জন, মহাদেবপুর উপজেলায় ১০৭ জন, মান্দা উপজেলায় ৫১ জন, বদলগাছি উপজেলায় ১১৪ জন, ধামইরহাট উপজেলায় ৫০ জন, নিয়ামতপুর উপজেলায় ৬৯ জন, সাপাহার উপজেলায় ১৩০ জন এবং পোরশা উপজেলায় ৮৬ জন। আক্রান্তদের মধ্যে স্বাস্থ্য বিভাগের মোট ১৭৫ জন। এদের মধ্যে ২৭ জন চিকিৎসক, ৩০ জন নার্স ও ১১৮ জন অন্যান্য কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন ৮৩ জন। জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন। এদের মধ্যে সদর উপজেলায় ৭ জন, মহাদেবপুর উপজেলায় ৩ জন, বদলগাছি ও ধামইরহাট উপজেলায় ২ জন এবং রানীনগর, আত্রাই, মান্দা, পত্নীতলা, নিয়ামতপুর, সাপাহার ও পোরশা উপজেলায় ১ জন। বর্তমানে নওগাঁ জেলার সাধারণ মানুষের মধ্যে করোনাভাইরাস নিয়ে স্বতঃস্ফূর্ত সচেতনতা প্রায় নেই বললেই চলে। কারও মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার দায়বদ্ধতা নেই। বাজারসমূহে সাধারণ মানুষ বিকিকিনি করছে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে। অধিকাংশের মুখে কোনো মাস্ক দেখা যাচ্ছে না। জেলার যানবাহনগুলো আগের মতোই অধিক যাত্রী নিয়ে চলাচল করছে। অভ্যন্তরীণ রুটের বাস গুলোতে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী বহন করা হচ্ছে না। এমনকি যাত্রীরা মাস্ক পর্যন্ত ব্যবহার করছেন না। এ বিষয়ে নওগাঁর সিভিল সার্জন ডা. এ কে এম আবু হানিফ বলেছেন জেলায় করোনাভাইরাসের সংক্রমণ ও মৃতু্যর সংখ্যা কমে যাওয়ায় মানুষের মধ্যে ভয় কমে গেছে। মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি স্বতঃস্ফূর্তভাবে মেনে চলার প্রবণতা কমে গেছে। তিনি বলেন, আসন্ন শীত মওসুমে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আসতে পারে আশঙ্কায় তা মোকাবিলা করার পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বস্থ্যকর্মীসহ জেলা করোনা প্রতিরোধ কমিটির সবাইকে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য ভূমিকা রাখতে অনুরোধ করা হয়েছে। নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বলেন, ইতোমধ্যে পুলিশ হেডকোয়ার্টার থেকে প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া গেছে। মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক ব্যবহার নিশ্চিত করতে জনগণকে সচেতন করার জন্য প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ বলেন, সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক পরা নিশ্চিত করতে প্রশাসনিক পদক্ষেপ অব্যাহত রয়েছে। আসন্ন শীত মওসুমে করোনাভাইরাসের আরেকটি ঢেউ আসতে পারে এমনটি মাথায় রেখে এই পদক্ষেপ আরও বেগবান করা হবে।