বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
আজ মহানবমী

স্বাস্থ্যবধিি মেনে মন্ডপে মন্ডপে চলছে পূজা

মন্টি বষ্ণৈব
  ২৫ অক্টোবর ২০২০, ০০:০০
আপডেট  : ২৫ অক্টোবর ২০২০, ১০:৩৫
চট্টগ্রাম নগররে পাথরঘাটায় রাধাগোবন্দি ও শান্তনশ্বেরী মাতৃমন্দরিে শনবিার অনুষ্ঠতি হয় কুমারি পূজা -ফোকাস বাংলা

আজ মহানবমী। শারদীয় র্দুগাপূজার র্৪থ দনি। আগামীকাল সোমবার বজিয়া দশমীর মধ্য দয়িে র্দুগাপূজা শষে হব।ে মহাসপ্তমী, অষ্টমীতে যে পূজা করা হয়ছে,ে সে পূজাগুলো পুনরায় মহানবমীতে করা হব।ে শাস্ত্র অনুযায়ী, মহানবমীতে দবেীকে নীলপদ্ম, অপরাজতিা ফুল ও বলেপাতা, আম কাঠ ও ঘি দয়িে যজ্ঞরে মাধ্যমে পূজা দওেয়া হয়। চন্দ্ররে নবমী তথিরি শুরুতে অনুষ্ঠতি হয় মহানবমী কল্পারম্ভ ও বহিতি পূজা। নানা আচার পালনরে মধ্য দয়িে মহানবমীর পূজা শষেে ভক্তরা দবেীর চরণে অঞ্জলি নবিদেন করনে। এ সময়হভক্তরা দশে ও জাতরি মঙ্গল কামনায় মায়রে কাছে আর্শীবাদ চাইবনে। গতকাল ছলি মহাঅষ্টমী। করোনাভাইরাসরে সংক্রমণরে কারণে রাজধানীতে এবার অষ্টমী পূজার অন্যতম র্পব কুমারী পূজা হয়ন।ি প্রতি বছর অষ্টমীর সকালে রাজধানীর রামকৃষ্ণ মশিনে কুমারী পূজা অনুষ্ঠতি হয়ে আসছ।ে মহাঅষ্টমীতে ভক্তরা ঘরে বসইে অঞ্জলি দনে। গতকাল ঢাকশ্বেরী মন্দরিসহ দশেরে সবকটি পূজামন্ডপে করোনা মহামারি থকেে মুক্তি এবং সবার সুস্থতার জন্য বশিষে র্প্রাথনা অনুষ্ঠতি হয়। এ বছর করোনা মহামাররি কারণে সনাতন র্ধমাবলম্বীদরে সবচয়েে বড় র্ধমীয় উৎসবকে 'র্দুগাপূজা' হসিবেে অভহিতি করা হয়ছে।ে র্অথাৎ এবার কোনো উৎসব হচ্ছে না, শুধু পূজা হব।ে এমন পরস্থিতিতিে মা র্দুগ আগে কখনো বাপরে বাড়তিে আসনেন।ি সন্ধ্যায় আরতরি পরই বন্ধ করে দওেয়া হচ্ছে পূজামন্ডপগুলো। এবার হবে না বজিয়া দশমীর শোভাযাত্রা। এ বছর মায়রে আরাধনাই করোনাকে দমন করাই যনে ভক্তদরে কাছে বড় চাওয়া। এবাররে শারদীয় র্দুগাপূজার নরিাপত্তা নশ্চিতি করতে ও দশেজুড়ে যে কোনো পরস্থিতিরি বষিয়ে র?্যাবরে মহাপরচিালক (ডজি)ি চৌধুরী আবদুলস্নাহ আল মামুন বলনে, পূজাকে কন্দ্রে করে দশেজুড়ে র্পযাপ্ত র?্যাব সদস্য নয়িোজতি রয়ছে।ে পূজামন্ডপকে ঘরিে র?্যাবরে টহল ও গোয়ন্দো নজরদারি আছ।ে মহানগর এলাকা ও জলো শহরগুলোতে বাড়তি নজরদারসিহ প্রস্তুত আছে র?্যাবরে কুইক রসেপন্স টমি। এ বছর সারা দশেে মোট ৩০ হাজার ২১৩টি এবং রাজধানীতে ২৩২টি মন্ডপে পূজা অনুষ্ঠতি হচ্ছ।ে

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে