শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা শনাক্ত ও মৃত্যু কমেছে

যাযাদি রিপোর্ট
  ০১ নভেম্বর ২০২০, ০০:০০
আপডেট  : ০১ নভেম্বর ২০২০, ১০:৫১

দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছেন ১ হাজার ৩২০ জন। আগের দিন শুক্রবার এই সংখ্যা ছিল ১ হাজার ৬০৪ জন। অর্থাৎ আগের দিন শুক্রবারের তুলনায় গতকাল শনিবার ২৮৪ জন শনাক্ত কমেছে। একইভাবে গত ২৪ ঘণ্টায় ১১৩টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৫৩২টি, আগের দিন নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৪ হাজার ১৪১টি। এ হিসাবে শুক্রবারের তুলনায় গতকাল ২ হাজার ৬০৯টি নমুনা পরীক্ষা কম হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ জন, অন্যদিকে আগের দিন শুক্রবার মারা গিয়েছিলেন ১৯ জন। ফলে আগের দিনের তুলনায় গতকাল একজন রোগী কম মারা গেছেন। প্রতিদিনের মতো শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাসবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্যের সঙ্গে শুক্রবারের তথ্যের তুলনামূলক বিশ্লেষণে পরীক্ষা, শনাক্ত ও মৃতু্য কমার এ চিত্র ফুটে উঠেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে করোনার সর্বশেষ সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনায় শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১১৩টি পরীক্ষাগারে ১১ হাজার ২০৯টি নমুনা সংগ্রহ করা হয়। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ লাখ ৩৬ হাজার ২৬২টি। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১ হাজার ৩২০ জন দিয়ে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ৪ লাখ ৭ হাজার ৬৮৪ জন। তবে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৪২ জন, এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ লাখ ২৪ হাজার ১৪৫ জন। ২৪ ঘণ্টায় মৃত ১৮ জন দিয়ে এ পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ৯২৩ জন। মারা যাওয়া ১৮ জনের মধ্যে পুরুষ ১২ জন, আর নারী ৬ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৪৫ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ১৭ দশমিক ৪৫ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৯ দশমিক ৫১ শতাংশ, আর শনাক্ত বিবেচনায় মৃতু্যর হার ১ দশমিক ৪৫ শতাংশ। দেশে এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া ৫ হাজার ৯২৩ জনের মধ্যে পুরুষ মারা গেছেন ৪ হাজার ৫৫৩ জন, আর নারী মারা গেছেন ১ হাজার ৩৭০ জন। পুরুষ ৭৬ দশমিক ৮৭ শতাংশ, আর নারী ২৩ দশমিক ১৩ শতাংশ। বয়সভিত্তিক বিশ্লেষণে অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮ জনের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের ৩ জন, আর ষাটোর্ধ্ব ১১ জন রয়েছেন। ১৮ জনের সবাই হাসপাতালে মারা গেছেন। বিভাগভিত্তিক মৃতু্য বিশ্লেষণে দেখা যায়, ১৮ জনের মধ্যে ১৩ জন ঢাকা বিভাগের, ২ জন করে চট্টগ্রাম এবং খুলনা বিভাগের ও সিলেট বিভাগে ১ জন রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ১ হাজার ৪৪২ জনের মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন ১ হাজার ১২৬ জন, চট্টগ্রাম বিভাগের ১৭৭ জন, রংপুর বিভাগের ২৮ জন, খুলনা বিভাগের ২৯ জন, বরিশাল বিভাগের ১৬ জন, রাজশাহী বিভাগের ৩৬ জন এবং সিলেট বিভাগের ৩০ জন। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৪৬৯ জন, একই সময়ে ছাড়া পেয়েছেন ৬৫৭ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৫ লাখ ৫৪ হাজার ৩৮৮ জন। ছাড়া পেয়েছেন ৫ লাখ ১৫ হাজার ১৪২ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩৯ হাজার ২৪৬ জন। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ১৬৬ জন, ছাড়া পেয়েছেন ১৩১ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন ৮৬ হাজার ১২৩ জন, ছাড়া পেয়েছেন ৭৩ হাজার ৯৯৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ১৩০ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে