সীতাকুন্ডে ছিনতাইয়ের কবলে ৯ পর্যটক

প্রকাশ | ০১ নভেম্বর ২০২০, ০০:০০

সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুন্ডের চন্দ্রনাথধাম পাহাড়ের পাদদেশে ছিনতাইয়ের কবলে পড়েছেন ৯ পর্যটক। শুক্রবার ভোর ৫টায় এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীরা পর্যটকদের কাছ থেকে ৯টি মুঠোফোন ও নগদ ২৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। তবে এ ঘটনার পরে ভুক্তভোগী পর্যটকরা থানায় মামলা করতে চাইলেও তা নিতে অপারগতা প্রকাশ করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুন্ড থানার ওসি ফিরোজ হোসেন মোলস্না বলেন, সীতাকুন্ডে চন্দ্রনাথ পর্বতারোহীদের নির্দেশনা দেওয়া হয়েছে, সকাল ৮টার আগে কেউ যেন চন্দ্রনাথ পাহাড়ে ভ্রমণ না করেন। কিন্তু ১০ জনের এ পর্যটক দল থানায় কোনো ধরনের তথ্য না দিয়ে পাহাড়ে ভ্রমণ করতে যায়। এতে বিপত্তি বাড়ে। শুক্রবার ভোরে চারজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে মুঠোফোন ও কিছু টাকাপয়সা ছিনিয়ে নেয়। এ ঘটনায় জড়িত ছিনতাইকারীদের চিহ্নিত করা হয়েছে। সহসাই তাদের গ্রেপ্তার করা হবে।