২৪ ঘণ্টায় মৃতু্য ২৮, শনাক্ত ১৮৪৭

করোনায় সপ্তাহের ব্যবধানে মৃতু্য বেড়েছে ৪৩ শতাংশ

প্রকাশ | ২২ নভেম্বর ২০২০, ০০:০০ | আপডেট: ২২ নভেম্বর ২০২০, ০৬:৫৯

যাযাদি রিপোর্ট

দেশে প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের মৃতু্য হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতু্যর সংখ্যা ৬ হাজার ৩৫০ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৮৪৭ জন। ফলে করোনায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪ লাখ ৪৫ হাজার ২৮১ জন হলো। এছাড়া দেশে এক সপ্তাহের ব্যবধানে ভাইরাসটিতে মৃতু্যহার বেড়েছে ৪৩ শতাংশ। প্রতিদিনের মতো শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস-বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে করোনার সর্বশেষ সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনায় শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১১৭টি পরীক্ষাগারে ১২ হাজার ৪৫৮টি নমুনা সংগ্রহ করা হয়। এরপর যাচাই-বাছাই শেষে আগের জমা কিছু স্যাম্পলসহ মোট ১২ হাজার ৬৪৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৬ লাখ ৩৫ হাজার ২০২টি। তবে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৯২১ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৩৫২ জনে দাঁড়াল। সংবাদ বিজ্ঞপ্তিতে সপ্তাহওয়ারি মৃতু্যর তথ্যে বলা হয়, দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মৃতু্যর হারও বাড়াছে। গত এক সপ্তাহে এই ভাইরাস আক্রান্ত হয়ে মৃতু্যহার প্রায় ৪৩ শতাংশ (৪২ দশমিক ৭৪ শতাংশ) বেড়েছে। একই সঙ্গে নমুনা পরীক্ষার হার, শনাক্ত ও সুস্থতার হার বেড়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৬তম সপ্তাহে ৯৭ হাজার ২৯২টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে ১১ হাজার ৭৩২ জনের দেহে করোনা শনাক্ত হয়। আর ১১ হাজার ২৮১ জন সুস্থ হয়ে ওঠেন। এ ধারাবহিকতায় ৪৭তম সপ্তাহে ১ লাখ ৮ হাজার ৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। নতুন রোগী শনাক্ত হয় ১৪ হাজার ৭৮৫ জন। একই সময়ে সুস্থ হয়ে ওঠেন ১২ হাজার ৫০৩ জন। ৪৬ ও ৪৭তম সপ্তাহের তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে নমুনা পরীক্ষার হার ১১ দশমিক ০৮ শতাংশ, শনাক্তের হার ২৬ দশমিক ০২ শতাংশ এবং সুস্থতার হার ১০ দশমিক ৮৩ শতাংশ বেড়েছে। বিজ্ঞপ্তির ভাষ্য অনুসারে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৬১ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ। মোট রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮০ দশমিক ৯৩ এবং মৃতু্যর হার ১ দশমিক ৪৩ শতাংশ। গত একদিনে মৃতদের মধ্যে পুরুষ ১৮ ও নারী ১০ জন। এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ ৪ হাজার ৮৮১ (৭৬ দশমিক ৮৭ শতাংশ) ও নারী এক হাজার ৪৬৯ জন (২৩ দশমিক শূন্য ১৩ শতাংশ)। সর্বশেষ মৃতদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মৃত ব্যক্তিদের মধ্যে দ?শোর্ধ্ব ১ জন, ত্রিশোর্ধ্ব ১ জন, চলিস্নশোর্ধ্ব ১ জন, পঞ্চাশোর্ধ্ব ৬ জন এবং ষাটোর্ধ্ব ১৯ জন ছিলেন। বিভাগ অনুযায়ী মৃত ২৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রামে ৩ জন, রাজশাহীতে ৩ জন, খুলনায় ২ জন, ব?রিশালে ২ জন, সি?লেটে ১ জন এবং রংপুরে ১ জন ছিলেন। উলেস্নখ্য, দেশে করোনা সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১৮ মার্চ প্রথম মৃতু্যর ঘটনা ঘটে।