বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রায় ১০ লাখ মানুষের দেহে প্রয়োগ চীনা ভ্যাকসিন

যাযাদি ডেস্ক
  ২২ নভেম্বর ২০২০, ০০:০০
আপডেট  : ২২ নভেম্বর ২০২০, ০৬:৫৬

করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে একের পর এক সুখবরের মধ্যেই চীনা ফার্মাসিউটিক্যালস জায়ান্ট 'সিনোফার্ম' জানিয়েছে, তাদের উদ্ভাবিত পরীক্ষামূলক ভ্যাকসিন প্রায় ১০ লাখ মানুষের দেহে প্রয়োগ করা হয়েছে। সরকার কর্তৃক অনুমোদিত জরুরি ব্যবহারের অংশ হিসেবেই এই টিকা দেওয়া হয়েছে। সংবাদসূত্র : বিবিসি, আল-জাজিরা সিনোফার্মের চেয়ারম্যান লিউ জিংঝেন বলেন, 'এখন পর্যন্ত টিকা গ্রহণকারীদের মধ্যে গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।' চীনের সামাজিক যোগাযোগমাধ্যম 'উইচ্যাটে' বুধবার লেখা এক নিবন্ধে লিউ জিংঝেন বলেছেন, 'জরুরি ব্যবহারে আমরা প্রায় এক লাখ মানুষকে এই টিকা দিয়েছি। এখন পর্যন্ত গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পাইনি। কয়েকজনের হালকা পার্শ্বপ্রতিক্রিয়ার লক্ষণ দেখা গেছে।' সিনোফার্মের প্রধান বলেন, 'পরীক্ষামূলক টিকাটি দেওয়া হয়েছে নির্মাণশ্রমিক, কূটনৈতিক ও শিক্ষার্থীদের। যারা করোনা মহামারির সময় ১৫০টির বেশি দেশ ভ্রমণ করেছেন। কিন্তু এদের কেউই আক্রান্ত বলে খবর পাওয়া যায়নি। গত ৬ নভেম্বর জরুরি টিকা কর্মসূচির আওতায় ৫৬ হাজার মানুষের দেহে এটি প্রয়োগ করা হয়। পরে তারা বিদেশ গেছেন।' তিনি আরও বলেন, 'সিনোফার্ম ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপ ১০টি দেশে পরিচালনা করছে। এগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিসর, জর্ডান, পেরু, আর্জেন্টিনা।' এদিকে, আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য বলছে, সিনোফার্মের পরীক্ষামূলক দুটি ভ্যাকসিন রয়েছে। কিন্তু সিনোফার্ম প্রধান কোন টিকার কথা বলেছেন, তা স্পষ্ট নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে