সংসদে গানে গানে মমতাজের প্রশ্ন

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
জাতীয় সংসদে গান গেয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করলেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম। বুধবার প্রধানমন্ত্রীর নিধাির্রত প্রশ্নোত্তরের দিনে ফোক সম্রাজ্ঞীখ্যাত মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ প্রধানমন্ত্রীর কাছ থেকে তার মৌখিক প্রশ্নের জবাব পাওয়ার পর কাযর্প্রণালি বিধি অনুযায়ী সম্পূরক প্রশ্নের সুযোগ পান। তিনি তার মূল প্রশ্নটি করার আগে সরকারের সেক্টরভিত্তিক উন্নয়নের কথা তুলে ধরেন। সারাদেশের মানুষ উন্নয়ন কমর্সূচির জন্য প্রধানমন্ত্রীর গুণগান গেয়ে থাকেন বলে তিনি উল্লেখ করেন। এ সময় তিনি উন্নয়ন নিয়ে স¤প্রতি পরিবেশিত নিজের একটি গানের দুটি লাইন গেয়ে শোনান। তিনি বলেন, ‘রাখবো ধরে এই উন্নয়ন, আমরা দেশের জনতা- শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা।’ এ সময় তিনি এও বলেন যে, গানের সুবাদে আমি সারাদেশের জেলা উপজেলায় যাই এবং সারাদেশের মানুষের মনের কথা এই একটাই। প্রধানমন্ত্রী মমতাজ বেগমের নিবার্চনী এলাকা মানিকগঞ্জ-২ আসনে আঞ্চলিক মহাসড়ক, বিদ্যুতায়নসহ ব্যাপক উন্নয়ন করেছেন বলে উল্লেখ করেন। একইসঙ্গে তিনি সিঙ্গাইরের ওপর দিয়ে ঢাকা আরিচা মহাসড়ক নিমার্ণ, ঢাকা মানিকগঞ্জ এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং নিবার্চনী এলাকায় গ্যাস দেয়ার পরিকল্পনা আছে কিনা প্রধানমন্ত্রীর কাছে জানতে চান। প্রসঙ্গত: মমতাজ বেগম বুধবার সংসদে যে গানটির দুই লাইন গেয়ে শোনান সেটি তিনি গত ২১ জুলাই সোহরাওয়াদীর্ উদ্যানে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া গণসংবধর্নায় প্রথম পরিবেশন করেছিলেন।