সাগরপথে ইয়াবা পাচার সোহেলের পাঁচ দিনের রিমান্ড চায় পুলিশ

প্রকাশ | ২৪ নভেম্বর ২০২০, ০০:০০

ম যাযাদি ডেস্ক
মিয়ানমার থেকে সাগরপথে চট্টগ্রামে সরাসরি ইয়াবার চালানের সঙ্গে জড়িত সন্দেহে ধরা পড়া মাদককারবারি সোহেল উদ্দিনের (৩৫) কাছ থেকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। সোমবার দুপুরে বিষয়টি জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম বন্দর নগরীর চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) কাউসার হামিদ। মাদককারবারি সোহেল উদ্দিনের বাড়ি সাতকানিয়া ঢেমশা ইউনিয়নের ইছামতি এলাকায়। চান্দগাঁও থানার পরিদর্শক রাজেশ বড়ুয়া জানান, সোহেল উদ্দিন বান্দরবানের রামুতে ব্যবসা করেন এবং ব্যবসার আড়ালে তিনি দীর্ঘদিন মাদককারবারে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তার তিন সহযোগী জাহিদ, জিসান ও আবুল কালামকে গ্রেপ্তার করা গেলে সাগরপথে ইয়াবা পাচারের আদ্যোপান্ত জানা যাবে। গত রোববার ভোরে কর্ণফুলী নদীর পুরাতন কালুরঘাট এলাকা থেকে মিয়ানমার থেকে সাগরপথে চট্টগ্রামে আসা একটি ইয়াবার চালান আটক করে পুলিশ। এ সময় একজনকে আটক ও এক লাখ ৪৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছিল।