দিয়াগো ম্যারাডোনার মৃতু্যর পর থেকেই স্বস্তি পাচ্ছেন না তার ঘনিষ্ঠজনরা। তাদের দাবি, আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরের মৃতু্যতে চিকিৎসকদের গাফিলতি ছিল। এমন অভিযোগের পর থেকে তদন্তে নেমেছে আর্জেন্টাইন প্রসিকিউটররা। এএফপিকে দেওয়া সাক্ষৎকারে ম্যারাডোনার ঘনিষ্ঠ একজন বলেছেন, 'অনেক অনিয়ম এরই মধ্যে চোখে পড়েছে।'
ফুটবল জাদুকরের মৃতু্য নিয়ে প্রথমে এ ব্যাপারে অভিযোগ করেন, ম্যারাডোনার আইনজীবী মাতিয়াস মোরলা। তিনি দাবি করেছেন, ম্যারাডোনার জন্য জরুরি অ্যাম্বুলেন্স চাওয়া হলেও সেটি আধা ঘণ্টার মতো দেরি করে এসেছিল। তবে প্রাথমিকভাবে পাওয়া অটোপসি রিপোর্টে বলা হয়েছে, ম্যারাডোনার মৃতু্য হয়েছিল ঘুমের মধ্যেই।
এদিকে বিচার বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, 'বিষয়টির তদন্ত শুরু হয়েছে। আর এর কারণ হচ্ছে তিনি এমন একজন, যার মৃতু্য হয়েছে বাড়িতে এবং কেউ তার মৃতু্য সনদে স্বাক্ষর করেনি। তবে এর মানে এই নয় যে, এখানে কোনো সন্দেহ বা অনিয়ম রয়েছে।'
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd